ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বন্ধ হোক গৃহকর্মী নির্যাতন

প্রকাশিত: ০৬:১৬, ১২ আগস্ট ২০১৭

বন্ধ হোক গৃহকর্মী নির্যাতন

সব পেশার লোকই কাজ করে জীবিকা উপার্জন করে। কিন্তু গৃহকর্মীদেরই শুধু কাজের লোক কেন বলা হয়। কবে থেকে এটা বলা হয়ে? আসছে সেটা হয়ত গবেষণার বিষয়। যা হোক, এ পেশার লোকজনকে যাতে কোনরকম নিপীড়ন, অত্যাচার না করা হয়, তার জন্য বিভিন্ন মহল থেকে প্রায়ই উপদেশ-আদেশ-অনুরোধ করা হয়। এ সব নির্যাতন যদি সাংঘাতিক হয়, তখন নির্যাতনকারীকে দৃষ্টান্তমূলক শাস্তিও প্রদান করা হয়। কিন্তু এ সব উপদেশ, দৃষ্টান্তমূলক শাস্তি ইত্যাদি কাদের দেয়া হয়? কিছু বিকৃতমনস্ক স্যাডিস্ট লোকজনকে? কিন্তু এরা তো নিজেরাই রোগী! ভয়ঙ্কর রকমের মানসিক রোগী! এরা কি এ সব অনুরোধ ইত্যাদি বোঝার ক্ষমতা রাখে? খোঁজ নিলে দেখা যাবে এরা নিজেরাই জীবনের কোন না কোন সময় সাংঘাতিকভাবে অত্যাচারিত হয়েছে। আর সেই জন্যই হয়ত অন্যের ওপর নির্যাতন করে সেই যন্ত্রণার কিছুটা লাঘব করতে চায়। এদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করলেই কি সমাজ ব্যাধিমুক্ত হতে পারে? না, তা হয় না। আসল সমস্যা তথাকথিত ভদ্র সমাজকে নিয়েই, এখানে দু একটা উদাহরণ দেয়া যেতে পারে। হয়ত বাড়ির সকলে টেলিভিশনে ডাক্তারি কোন প্রোগ্রাম দেখছে। ছোট্ট শিশু কোলে নিয়ে হয়ত গৃহকর্মীটিও অনুষ্ঠানটি দেখছে। ডাক্তার সাহেব হঠাৎ বলে উঠলেন আপনার শিশুকে কোন সময় কাজের লোক দিয়ে মানুষ করবেন না। তাতে শিশুর অনেক ক্ষতি হবে। কাজের লোক দিয়ে মানুষ করলে হয়ত ক্ষতি হবে, হয়ত হবে নাÑ সেটা পরের ব্যাপার। কিন্তু সেই মুহূর্তে গৃহকর্মীটি যে মানসিক আঘাত পেল, সেটা কি কোনরকম শারীরিক অত্যাচার থেকে কম? আবার ধরুন ঘরে বসে মেহমানদের সঙ্গে গল্পগুজব চলছে। হয়ত কোন সিনেমা নিয়ে গল্প হচ্ছে। কেউ একজন বলল ছবিটা এত বাজে যে এক মাত্র কাজের লোকদের কাছেই এটা ভাল লাগবে। আরেকজন হয়ত বলল একদম তাই। রিক্সাওয়ালা, কাজের লোক এরা ছাড়া এসব কারও ভাল লাগার কথা নয়। হয়ত দেখা গেল সেই মুহূর্তেই নাস্তা হাতে কাজের মেয়েটি ঘরে ঢুকল। এমনও হতে পারে, সে মেয়েটির স্বামী একজন রিক্সাওয়ালাই। এসব কথা শুনে যদি মেয়েটির নিজের জীবনের প্রতি চরম ঘৃণা এসে যায়, তাহলে তার থেকে মানসিক আঘাত আর কি হতে পারে! আমাদের তথাকথিত ভদ্র সমাজের যদি মানবিক, সাংস্কৃতিক ইত্যাদি মূল্যবোধ শূন্য হয়, আমরা যদি ভাল সাহিত্য, সিনেমা, কবিতা কিছুই সৃষ্টি করতে না পারি, তাহলে সে দায়ভার কি এক রিক্সাওয়ালার নাকি একজন গৃহকর্মীর? যদি তা নয় হয়, তাহলে সমাজের সবার সামাজিক দৃষ্টিভঙ্গি, মেনটাল মেকআপ বদলাতে হবে। একজন কাজের লোককে কোন কাজ করতে বললে আমাদের কি অনুরোধ করে বলা উচিত নয়? কাজ শেষ হলে অন্তত একটি ধন্যবাদ তো গৃহকমী আশা করতেই পারে। এসব না করে শুধু নাকি কান্না কেঁদে এ সব জঘন্য কাজ কারবার কোনদিনও বন্ধ করা যাবে না। লাভও হবে না অনর্থক মায়াকান্না কেঁদেও! সেলিনা জাহান ঢাকা
×