ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চট্টগ্রাম শহরকে রক্ষা করুন

প্রকাশিত: ০৬:১৫, ১২ আগস্ট ২০১৭

চট্টগ্রাম শহরকে রক্ষা করুন

সাগর নদী পাহাড় বেষ্টিত অপরূপ সৌন্দর্যের লীলাভূমি বার আউলিয়ার পুণ্যভূমি, মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের তীর্থভূমি, জাতিতত্ত্ব জাদুঘর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সৈনিকদের সমাধিস্থল, বাংলাদেশ রেলওয়ের হেড কোয়ার্টার, নেভী, বন্দর, কাস্টমস, আমদানি রফতানির কেন্দ্রস্থল, প্রাচীন ঐতিহ্যের ধারক বাহক, মুক্তিযুদ্ধের সূচনাস্থল আমাদের অতি সাধের জন্মভূমি চট্টগ্রাম শহর, বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বর্তমানে জলজট জলবন্দী এক মহাআপদের নাম। গত ২২ বছর অবসর গ্রহণের পরেই হালিশহর কে ব্লকের ৭নং গেটের রাস্তার শেষ প্রান্তে রয়েছি। চট্টগ্রামের এক্সেস রোড, বেপারীপাড়া, তাসকিয়া, আগ্রাবাদ সিবিএ, ষোলোশহর, মুরাদপুর, শুলকবহর চাকতাই সর্ব জায়গায় কয়েক বছর ধরে জলমগ্ন হয়েছে। কিন্তু আমার বাসার সামনের রাস্তায় কোন দিন পানি আসেনি। কিন্তু এবার ঘূর্ণিঝড় ‘মোরার’ পর থেকে ২৯/৫ রাতে বৃষ্টি আর ৩০/৫, ৩১/৫ সামনের রাস্তায় পানি উঠতে উঠতে কোমর পর্যন্ত উঠে গেল। বিদ্যুত বন্ধ, মোবাইল নেটওয়ার্ক নেই, পত্রিকা নেই, মাছ তরকারির ফেরিওয়ালা নেই, মুদির দোকানে পানি, সকলের নিচতলা পানিতে সয়লাব। অফিস স্কুলে যাওয়া আসা কী যে কষ্ট, কোন গাড়ি নেই, রিক্সার সিট ছোঁয়া পানি টেনে কোনমতে নিয়ে যায়। একই অবস্থা ১২/৬, ১৩/৬, ১৪/৬ আবার ২৪/৬, ২৫/৬, ১৯/৭/, ২০/৭, ২১/৭ একইভাবে জলবন্দী। অন্যদিকে দৈনিক দুবার জোয়ারভাটায় সামনে রাস্তায় হাঁটু পানি হচ্ছে। এভাবে বসবাস করা যায় না। এবার গোটা দেশেই প্রাকৃতিক বিপর্যয়। বন্যার পানিতে ক্ষেত কৃষি মাছ, সব শেষ। এতে স্পষ্ট বোঝা যায়, বৈশ্বিক উষ্ণতায় সমুদ্রের পানির উচ্চতা অনেক বেড়ে গেছে। বিশেষজ্ঞের রিপোর্টে জানা যায়, ৭২ খালের মধ্যে বর্তমানে ২২টা খালের নিদর্শন চট্টগ্রামে আছে। কালুঘাট থেকে চাকতাই পর্যন্ত বেড়িবাঁধ, খালে সøুইস গেট ইত্যাদির জন্য মোট ৮.৫৫ কি.মি.-এর জন্য ১৯৭৮.৮৮ কোটি টাকার প্রকল্প একনেকে পাস হয়েছে। চট্টগ্রাম শহর না বাঁচলে বাংলাদেশ বাঁচবে না। তাই ফৌজদারহাটের দক্ষিণ থেকে বঙ্গোপসাগর ও কর্ণফুলীর নদীর পাড় ঘেঁষে অনেক উঁচু বাঁধ, খালে রেগুলেটর পাম্প ইত্যাদির সংস্থান বেয়ে বালুঘাট পর্যন্ত প্রকল্প নিয়ে শহরকে রক্ষা করুন জরুরি ভিত্তিতে। জোয়ারের পানি যাতে শহরে ঢুকতে না পারে এবং বৃষ্টির পানি যাতে বেরিয়ে যায়, সেজন্য তার প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য মন্ত্রী, এমপি, মেয়র সকলের নিকট আবেদন জানাচ্ছি। প্রকৌশলী জয়কেতু বড়ুয়া হালিশহর কে ব্লক, চট্টগ্রাম
×