ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রেক্ষাগৃহে ‘রাইয়ান’

প্রকাশিত: ০৬:০৭, ১২ আগস্ট ২০১৭

প্রেক্ষাগৃহে ‘রাইয়ান’

স্টাফ রিপোর্টার ॥ ঢালিউডের নবাগত অভিনেতা-নির্মাতা মাশরুর পারভেজ ওরফে ইউল রাইয়ানের ‘রাইয়ান’ চলচ্চিত্রটি শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এতে মাশরুর পারভেজ ছাড়াও অভিনয় করেছেন তারা বাবা গুণী অভিনেতা, নির্মাতা ও প্রযোজক সোহেল রানা। চলচ্চিত্রে এক সংগ্রামী লেখকের জীবনের নানা প্রতিবন্ধকতা তুলে ধরা হয়েছে। পাশাপাশি সেই প্রতিবন্ধকতা অতিক্রমের সংগ্রাম নিয়েই এ ছবিটি নির্মাণ করা হয়েছে। আর সেই লেখকের চরিত্রে আছেন মাশরুর পারভেজ। চলচ্চিত্রটি তিনিই পরিচালনা করেছেন। মাশরুর পারভেজ বলেন, ঢাকায় বলাকা, ব্লকবাস্টার সিনেমাস, স্টার সিনেপ্লেক্স, এবং মধুপুরের মাধবী চলচ্চিত্র হলে মুক্তি পেয়েছে চলচ্চিত্রটি। আমার আগের চলচ্চিত্র ‘অদৃশ্য শত্রু’ ৩০টি সিনেমা হল পেলেও এবারের চলচ্চিত্রে খুবই কম হল পেয়েছি। তবে এটা নিয়ে আমি চিন্তিত না। কারণ আমি চলচ্চিত্রটি নিয়ে আশাবাদী। সামনে হয়তো আরও বেশ কয়েকটি হলে চলচ্চিত্রটি চলবে। এ চলচ্চিত্রের গল্পের প্রতিটি মুহূর্তে উপভোগ করার মতো বিষয় রয়েছে। চলচ্চিত্রে নতুনত্বের ছোঁয়া রয়েছে। অভিনয় ও নির্মাণের পাশাপাশি গল্প, সংলাপ, চিত্রনাট্য লিখেছেন মাশরুর পারভেজ। এ চলচ্চিত্রে অভিনয় করার পাশাপাশি প্রযোজনা করেছেন মাসুদ পারভেজ সোহেল রানা। এ চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাজিয়া হক অর্ষা, ফারুক আহমেদ প্রমুখ।
×