ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলো’

প্রকাশিত: ০৬:০৬, ১২ আগস্ট ২০১৭

 স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলো’

স্টাফ রিপোর্টার ॥ অনলাইনে মুক্তি পেল তরুণ নির্মাতা ভিকি জাহেদ পরিচালিত নতুন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলো’। গত বৃহস্পতিবার রাতে টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে চলচ্চিত্রটি মুক্তি পায়। ‘আলো’ স্বল্পদৈর্ঘ্যটিতে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব ও নবাগতা সংযুক্তা দাস। পরিচালক ভিকি জাহেদ বলেন, ‘আলো’র মূল আকর্ষণ হচ্ছে এর গল্প। একটি সত্য ঘটনা অবলম্বনে এর গল্প সাজানো হয়েছে। আমি সব সময় দর্শকদের নতুন চমক দেয়ার চেষ্টা করি। তাই এবার বাস্তব জীবনের গল্প নিয়ে কাজ করে দর্শকের নতুন কিছু উপহার দিতে চেয়েছি। ‘আলো’ মুক্তির পর ভাল সাড়াও পাচ্ছি। একদিন না যেতেই আলোর ইউটিউব ভিউ এক লাখ পার হয়েছে। দর্শকদের এত ভালবাসা পেয়ে আমি সত্যি অভিভূত। অভিনেতা তৌসিফ বলেন, এখন অনেকের অভিযোগ শর্টফিল্মগুলোর গল্প প্রায় এক হয়ে যাচ্ছে। তাই বেশ কিছুদিন ধরে আমি শর্টফিল্ম থেকে দূরে ছিলাম। কিন্তু ভিকির ভাইয়ের কাছ থেকে ‘আলো’র গল্প শুনে কাজটার প্রতি ভালবাসা সৃষ্টি হয়ে যায়। কারণ এর গল্পের মধ্যেই ভিন্ন রকম এক ভালবাসা লুকিয়ে আছে। ভিকি ভাইয়ের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। এর আগে তার পরিচালনায় ‘দেয়াল’-এ আমি অভিনয় করেছি। স্বল্পদৈর্ঘ্যটি দর্শক অনেক পছন্দ করেন।
×