ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কোটি প্রাণে ধ্রুবর গান

প্রকাশিত: ০৬:০৬, ১২ আগস্ট ২০১৭

কোটি প্রাণে ধ্রুবর গান

স্টাফ রিপোর্টার ॥ জনপ্রিয় সঙ্গীতশিল্পী ধ্রুব গুহর গান ‘যে পাখি ঘর বোঝে না’ গানটি ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে ১ কোটি বারেরও বেশি দেখা হয়েছে। ২০১৫ সালের ১৮ জুলাই সিনেআর্ট প্রোডাকশনের অফিসিয়ার ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়। শেষ পর্যন্ত গানটি দেখা হয়েছে ১ কোটি ৮২ হাজার বারেরও বেশি। এ প্রসঙ্গে ধ্রুব গুহ বলেন, অনেকেই আমাকে বলে আমি নাকি সেই সৌভাগ্যবানদের একজন, যার নাম লেখা আছে এ সময়ের শীর্ষস্থানীয় শিল্পীদের তালিকায়। যদি তাই হয়, তাহলে অবশ্যই নিজেকে সৌভাগ্যবান বলে মনে করি। কিন্তু সত্যি এটাই, সেরাদের তালিকায় নিজের নাম লেখানোর কোনো বাসনা আমার আদৌ ছিল না। এখনও নেই। শুধু এটুকু বলতে চাই, আমি সুদূরের যাত্রী, তাই আগামী দিনের আয়োজন নিয়েই ভাবতে চাই। এমন কিছু গান ভক্ত-শ্রোতাদের উপহার দিতে চাই, যা দর্শক-শ্রোতার হৃদয় আন্দোলিত করবে। কৃতজ্ঞতা আর ভালবাসা আমার কোটি দর্শক-শ্রোতার প্রতি। তাদের জন্যই আমি আজকের সঙ্গীতশিল্পী ধ্রুব গুহ। ধ্রুব গুহর মুখে এ কথা শুনে বোঝা গেল, তিনি খ্যাতির চেয়ে কাজকেই প্রাধান্য দিয়ে থাকেন। জনপ্রিয়তার শীর্ষে তার অবস্থান কি-না, তা নিয়েও ভাবেন না। কিন্তু তিনি ভাবুন আর নাই ভাবুন, এটা সত্য যে, তার গানের ভক্ত-অনুরাগীর সংখ্যা কোটি ছাড়িয়ে গেছে। ‘যে পাখি ঘর বোঝে না’ গানটি রচনা ও সুর করেছেন প্লাবন কোরেশী। সঙ্গীত পরিচালনা করেছেন তরিক আল ইসলাম। গানটি ধ্রুব গুহর প্রথম একক এ্যালবামে স্থান পেয়েছিল। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার।
×