ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

হালিমের হ্যাটট্রিক গিনেস রেকর্ড

প্রকাশিত: ০৫:৫৮, ১২ আগস্ট ২০১৭

হালিমের হ্যাটট্রিক গিনেস রেকর্ড

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ২০১২ ও ২০১৬ সালে দুটি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড গড়েছিলেন আব্দুল হালিম। এবার ওয়ালটনের ব্যানারে আরও একটি রেকর্ড গড়লেন বাংলাদেশের এই খ্যাতিমান ফুটবল প্রদর্শক। বল মাথায় নিয়ে সাইকেল চালিয়ে সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করার রেকর্ড গড়েছেন তিনি। তার সেই রেকর্ডের স্বীকৃতি দিয়েছে গিনেস বুক কর্তৃপক্ষ। এর মধ্যদিয়ে হ্যাটট্রিক রেকর্ড গড়লেন মাগুরার এই কৃতী সন্তান। চলতি বছরের ৮ জুন শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে বল মাথায় নিয়ে সাইকেল চালিয়ে ১৩.৭৪ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে নতুন এই রেকর্ড গড়ার প্রচেষ্টা চালান হালিম। রেকর্ডের স্বীকৃতি পেয়ে হালিম যারপর নাই খুশি ও কৃতজ্ঞ, ‘আসলে অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। আবেগে আমার কান্না আসছে। এটা আমার তৃতীয় রেকর্ড। সবার সহযোগিতা পেলে ইনশাল্লাহ ভবিষ্যতে দেশবাসীকে আরও রেকর্ড উপহার দেয়ার চেষ্টা করব। আমার আরও দুটি রেকর্ড প্রক্রিয়াধীন আছে।’ উল্লেখ্য, হালিম ২০১২ সালে বল মাথায় রেখে হেঁটে দীর্ঘপথ অতিক্রম করে বিশ্বরেকর্ড গড়েছিলেন। এরপর বল মাথায় নিয়ে রোলার স্কেটিং জুতা পরে দ্রুততম সময়ে (২৭.৬৬ সেকেন্ড) ১০০ মিটার অতিক্রম করে ২০১৬ সালে নতুন একটি রেকর্ড গড়েন।
×