ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিজেএমসির কাছে ধাক্কা খেল ঢাকা আবাহনী

প্রকাশিত: ০৫:৫৭, ১২ আগস্ট ২০১৭

বিজেএমসির কাছে ধাক্কা খেল ঢাকা আবাহনী

স্পোর্টস রিপোর্টার ॥ আবারও ধাক্কা খেল ঢাকা আবাহনী লিমিটেড। সাইফ পাওয়ার ব্যাটারি বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলের নতুন মৌসুমে নিজেদের চতুর্থ ম্যাচে এসে পয়েন্ট খুইয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। শুক্রবার রাতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টিম বিজেএমসির সঙ্গে গোলশূন্য ড্র করে ঢাকা আবাহনী। এরআগে নিজেদের দ্বিতীয় ম্যাচে ফরাশগঞ্জ স্পোর্টিংয়ের কাছে অপ্রত্যাশিতভাবে ১-০ গোলে হেরেছিল তারা। প্রথম ম্যাচে সাইফ স্পোর্টিংকে ৩-২ গোলে হারানোর পর নিজেদের তিন নম্বর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা মোহামেডানকে হারায় ১-০ গোলে। এবার আবারও হোঁচট খেতে হলো বিজেএমসির কাছে। এই ড্রয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ওঠা হলো না ঢাকা আবাহনীর। চার ম্যাচ শেষে সাত পয়েন্ট নিয়ে তিন নম্বরে থাকলো তারা। আর দুই ড্রয়ে বিজেএমসির ভা-ারে জমা হলো দুই পয়েন্ট। তাদের অবস্থান দশ নম্বরে। অবশ্য জিতলেও শীর্ষে ফেরা হতো না ঢাকা আবাহনীর। এক নম্বরে যেতে তাদের জিততে হতো পাঁচ গোলের ব্যবধানে। বর্তমানে তিন ম্যাচ শেষে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে শেখ জামাল ধানমন্ডি। সমান পয়েন্ট নিয়ে গোলগড়ে দ্বিতীয় স্থানে চট্টগ্রাম আবাহনী। ম্যাচে মাঠে বল দখলের লড়াই থেকে যেন শারীরিক শক্তি প্রদর্শনেই বেশি ব্যস্ত ছিলেন দুই দলের খেলোয়াড়রা। কখনও রেফারির সিদ্ধান্ত মানতে না পেরে ডাগ আউটে উঠে এসেছেন ফুটবলাররা। কখনও বা ঝাঁপিয়ে পড়েছেন প্রতিপক্ষ খেলোয়াড়ের ঘাড়ে। ঘটেছে হাতাহাতির মতো ঘটানাও। সবমিলিয়ে হয়েছে এক উত্তেজনাপূর্ণ ম্যাচ। কিন্তু সবকিছু থাকলেও ছিল না আসল জিনিসটাই। সেটি হচ্ছে গোল। ম্যাচের তৃতীয় মিনিটে দারুণ একটা সুযোগ হাতছাড়া করে ঢাকা আবাহনী। মিডফিল্ডার ইমন মাহমুদের শট গোলরক্ষকের হাতে লেগে পরবর্তীতে ক্রসপিচে লেগে ফেরত আসে। ষষ্ঠ মিনিটে বাঁপ্রান্ত থেকে ওয়ালীর ক্রস সাদউদ্দিন বক্সে বাড়িয়ে দেন সামনে। এমেকা বল পেয়ে শট নিলেও বিপদমুক্ত করেছে বিজেএমসির রক্ষণ। নবম মিনিটে সুযোগ এসেছিল বিজেএমসিরও। বক্সে বল পেয়ে কোনকুনি শট নিয়েছিলেন ফরোয়ার্ড পাশবন মোল্লা। বল চলে যায় বারের ওপর দিয়ে। ১৫ মিনিটে ডানপ্রান্ত দিয়ে দ্রুতগতিতে বল নিয়ে ঢুকে পড়েছিলেন বিজেএমসির ইয়োকো স্যামনিক। কিন্তু তাকে পেছন থেকে টেনে ধরেন ওয়ালী ফয়সাল। ফ্রি কিক পেয়েও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন স্যামনিক। ২৭ মিনিটে বিজেএমসির বক্সে জোরালো হেড নিয়েছিলেন ডিফেন্ডার নাসির উদ্দিন। ৩৫ মিনিটে আবারও উত্তপ্ত হয়ে ওঠে ম্যাচ। নিজেদের বক্সে বাকবিত-ার একপর্যায়ে বিজেএমসির বাইবেককে ঘাড়ে ঘুষি মারেন এমেকা ডার্লিংটন। রেফারি দু’জনকেই হলুদ কার্ড দেখান। বিরতির পরও দু’দল সুযোগ মিস করায় শেষ পর্যন্ত ড্রতে শেষ হয় খেলা।
×