ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বোর্ডকে ডুপ্লেসিসের সতর্ক বার্তা!

প্রকাশিত: ০৫:৫৪, ১২ আগস্ট ২০১৭

বোর্ডকে ডুপ্লেসিসের সতর্ক বার্তা!

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ড সফরের ব্যর্থতার মধ্য দিয়ে প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ)। তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন ওটিস গিবসন। হাইপ্রোফাইল-ওয়েস্ট ইন্ডিয়ান ইংলিশদের বোলিং কোচের দায়িত্বে ছিলেন। কেবল প্রধান কোচই নয়, সাপোর্টিং স্টাফেও পরিবর্তন আনতে যাচ্ছে সিএসই। এ কারণেই বোর্ডকে সতর্ক করে দিয়েছেন টেস্ট অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসিস, ‘আমি যতটা জানি কোচ নিয়োগের জন্য গঠিত প্যানেল এ সিদ্ধান্ত নিয়েছে। প্যানেলের সুপারিশ অনুযায়ী তারা গিবসনকে পছন্দ করেছে এবং এখন এ সুপারিশ বোর্ডে যাবে এবং বোর্ডই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। একটা আদর্শ সময়ে ছোটখাটো কিছু পরিবর্তন করা যেতে পারে। তবে সেটা পাইকারি হারে নয়। পুরোপুরি নতুন একটা কোচিং স্টাফ এলে দল সম্পর্কে জানতে তাদের কিছুটা সমস্যায় পড়তে হবে।’ সাপোর্টিং স্টাফ নিয়ে প্রশ্ন তুললেও ব্যাটিং কোচের দায়িত্ব পালনরত নেইল ম্যাকেঞ্জি, বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্ডেট এবং স্পিন কোচ ক্লদ হেন্ডারসনের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন ডু প্লেসিস। সাবেক ওয়েস্ট ইন্ডিজ খেলোয়াড় ও কোচ গিবসন সম্পর্কে প্রোটিয়া অধিনায়কের তেমন ধারণা নেই, ‘আমি গিবসন সম্পর্কে বেশিকিছু জানি না। ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের সঙ্গে তাকে নিয়ে কথা বলেছি, কারণ ওখানে সে কোচের দায়িত্বে ছিল। ইংলিশ ক্রিকেটারদের সঙ্গেও কথা বলেছি, তার কাজের ধরন সম্পর্কে জানার চেষ্টা করেছি।’ ইংল্যান্ড থেকে কেপটাউনে ফিরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ডুপ্লেসিস। টেস্টে দক্ষিণ আফ্রিকান ক্রিকেট আসলে মিশ্র সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। চোট-ইনজুরির কারণে আপাতত দীর্ঘপরিসরের ম্যাচ থেকে নিজেকে সরিয়ে রেখেছেন বড় তারকা এবি ডি ভিলিয়ার্স। তার অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত সাফল্য তুলে নেন ডুপ্লেসিস। কিন্তু ইংল্যান্ডে ব্যর্থ হয় প্রোটিয়ারা। ব্যাটসম্যানরা মোটেই ধারাবাহিক ছিলেন না। ভেতরে-বাইরের পরিবর্তন নিয়ে সিএসএকে তাই সতর্কতার সঙ্গে এগোতে হচ্ছে।
×