ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টুকরো খবর

প্রকাশিত: ০৫:৫১, ১২ আগস্ট ২০১৭

টুকরো খবর

সর্প দংশনে গৃহবধূর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১১ আগস্ট ॥ শুক্রবার ভোরে মহাদেবপুরে সাপের কামড়ে সুফিয়া বেগম (৫৩) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মহাদেবপুর উপজেলার দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামে। স্থানীয়রা জানায়, ওই গ্রামের আঃ রাজ্জাক আলীর স্ত্রী সুফিয়া বেগম (৫৩) বৃহস্পতিবার রাতের খাবার শেষে নিজ ঘড়ে ঘুমিয়ে পড়েন। রাত ৩টার দিকে পায়ে জ্বালা-যন্ত্রণা শুরু হলে ঘুম থেকে জেগে ওঠেন। তিনি পার্শ্বের ঘরে থাকা ছেলে এরশাদকে জানান, তার পায়ে কি যেন কামড়ে দিয়েছে। এরপর ছেলে এরশাদ আলী রাতেই তার মাকে নওগাঁ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা সুফিয়া বেগমকে মৃত ঘোষণা করেন। দিনাজপুরে গ্রেফতার ৪৪ স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বিশেষ অভিযানে ১১ মাদক বিক্রেতাসহ ৪৪ জনকে পুলিশ গ্রেফতার করেছে। জেলা পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে পুলিশ ১১ মাদক বিক্রেতা ও অন্য মামলার ওয়ারেন্টভুক্ত ৩৩ আসামিকে গ্রেফতার করে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে। পুলিশ জানায়, অভিযানকালে ৬৬ ইয়াবা, ১৪ বোতল ফেনসিডিল, দেড় কেজি গাঁজা, ৬ গ্রাম হেরোইন ও ১৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। বিদ্যুতস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ১১ আগস্ট ॥ ঝালকাঠির ডুমরিয়া বাজারে বিদ্যুতস্পৃষ্টে বিধান বালার (৪৫) মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১২টায় এ ঘটনা ঘটে। সে কাঁঠালিয়া উপজেলার নেয়ামতপুর গ্রামের পরান বালার ছেলে। ডুমরিয়া বাজারের পিন্টু ম-লের দোকানে রঙের কাজ করার সময় অসতর্কতাবশত বিদ্যুতলাইনের স্পর্শে তড়িতাহত হয়। দ্রুত ঝালকাঠি সদর হাসপাতালে আনা হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বিধান বালার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ চৌহালী থানা পুলিশ পার্শ¦বর্তী নাগরপুর উপজেলার শাহজানী বাজার এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে ধর্ষণ শেষে হত্যাচেষ্টা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ময়নাল হোসেনকে গ্রেফতার করেছে। শুক্রবার সকালে তাকে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। আটক ময়নাল চৌহালী উপজেলার পশ্চিম খাস কাউলিয়া গ্রামের বাসিন্দা।চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন জানান, ২০১৫ সালের ২৬ নবেম্বর খাস কাউলিয়া গ্রামের রহিমা খাতুন তার মেয়েকে ধর্ষণের অভিযোগে একই গ্রামের ময়নাল হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করে। ফ্রি চিকিৎসা ক্যাম্প সংবাদদাতা, মেহেরপুর, ১১ আগস্ট ॥ দরিদ্র ও অসহায় মানুষের স্বাস্থ্য সেবা প্রদানে এগিয়ে আসলেন মুজিবনগর উপজেলার বল্লভপুর গ্রামের ডাঃ সজিবুল হক। শুক্রবার ২৭ বিশেষজ্ঞ চিকিৎসকের দল ১০ হাজার রোগীর ব্যবস্থাপত্র প্রদান করার পাশাপাশি বিনামূল্যে ১০ লাখ টাকার ওষুধ বিতরণ করে। ঢাকা থেকে আগত চর্ম ও যৌন বিশেষজ্ঞ, কার্ডিওলজি, অর্থপেডিক, মেডিসিন, নাক কান গলা বিশেষজ্ঞসহ মেডিক্যাল অফিসাররা রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত চলে এই ক্যাম্প। মুজিবনগর উপজেলার বল্লভপুর গ্রামের ডাঃ সজিবুল হক। ব্যাপক ধন সম্পদের মালিক না হয়েও রাশিয়াতে লেখা পড়ার সময় শপথ নিয়েছিলেন এলাকার আর্তপীড়িতদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করবেন। সাত ফলচাষীকে সম্মাননা স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নীলফামারীতে শুরু হয়েছে সাত দিনব্যাপী বনজ, ফলদ ও ভেষজ বৃক্ষমেলা। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মেলার উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ্। এ সময় বক্তৃতা করেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম, জেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, পুলিশ সুপার জাকির হোসেন খান প্রমুখ। এসময় সফল ফল চাষে সাতজনকে সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন রিয়াসত করিম, প্রকৌশলী আহসান হাবিব লেলিন, হামিদুর রহমান,আব্দুস ছালাম, জুলফিকার আলী ভুট্টু, নূরু ইসলাম।
×