ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গরুর সঙ্গে ধাক্কা ॥ ইঞ্জিন বিকল, পৌনে এক ঘণ্টা ট্রেন বন্ধ

প্রকাশিত: ০৫:৫০, ১২ আগস্ট ২০১৭

গরুর সঙ্গে ধাক্কা ॥ ইঞ্জিন বিকল, পৌনে এক ঘণ্টা ট্রেন বন্ধ

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ১১ আগস্ট ॥ বগুড়ার আদমদীঘিতে গরুর সঙ্গে ধাক্কা লেগে একটি আন্তঃনগর ট্রেনের ইঞ্জন বিকল হয়ে প্রায় পৌনে এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল বলে জানা গেছে। জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন সান্তাহার জংশন স্টেশন থেকে রংপুরের উদ্দেশে ছেড়ে যায় বিকেল ৪টা ৫৫ মিনিটে। ট্রেনটি উপজেলার নসরতপুর স্টেশন পৌঁছার প্রায় তিন কিলোমিটার পূর্বে রেল সড়কের পাশে বিচরণ করা একটি গরু ট্রেনের শব্দ পেয়ে ভয় পেয়ে ট্রেনের সামনে দিয়ে দৌড় দিলে ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় ট্রেনের চালক ও সহকারী ইঞ্জিন সচল করে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে দুর্ঘটনাস্থল ত্যাগ করে।সান্তাহার জংশন স্টেশনের স্টেশন মাস্টার রেজাউল করিম ডালিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
×