ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শরীয়তপুরে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষ ॥ গুলিতে নিহত ১, আহত ৩০

প্রকাশিত: ০৫:৫০, ১২ আগস্ট ২০১৭

শরীয়তপুরে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষ ॥ গুলিতে নিহত ১, আহত ৩০

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ১১ আগস্ট ॥ শুক্রবার রাতে জেলার নড়িয়া উপজেলার রাজনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ইকবাল ফকির ওরফে মাইকেল নামে এক যুবক নিহত এবং গুলিবিদ্ধ হয়ে অন্তত ৩০ জন আহত হয়েছে। নিহত ইকবাল ফকির একই গ্রামের আমিন ফকিরের ছেলে। গুলিবিদ্ধে গুরুতর আহতদের মধ্যে সাগর মালত, মজিবর মীর মালত, ফারুক, সবুজ, রাকিব, আমির হোসেনসহ ২৩ জনকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। নড়িয়া থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন ও সাবেক চেয়ারম্যান আলিমুজ্জামানের সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় উভয়পক্ষের সমর্থকরা আগ্নেয়াস্ত্রসহ দেশী অস্ত্রশস্ত্র, লাঠিসোটা, রামদা, টেটা, সড়কি নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ গ্রেফতার বা থানায় মামলা হয়নি। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
×