ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় অস্ত্রসহ তিন সন্ত্রাসী গ্রেফতার

৪০ লাখ টাকা ছিনতাই

প্রকাশিত: ০৫:৪৯, ১২ আগস্ট ২০১৭

৪০ লাখ টাকা ছিনতাই

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১১ আগস্ট ॥ কুমিল্লায় ছুরিকাঘাত করে রেলওয়ের ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্সের ৪০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় অস্ত্র-গুলিসহ ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার বিকেলে নগরীর সংরাইশ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। জানা যায়, গত ৭ আগস্ট দুপুরে নগরীর শাহজালাল ইসলামী ব্যাংক থেকে ৪০ লাখ টাকা উত্তোলন করে নিয়ে যাওয়ার সময় রেলওয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্সের ওই টাকা নগরীর দক্ষিণ চর্থা থিরাপুকুরপাড় এলাকা থেকে ছিনতাই হয়। ঘটনার পর থেকে লুণ্ঠিত টাকা উদ্ধার-ছিনতাইকারীদের গ্রেফতারে জেলা ডিবি ও থানা পুলিশ মাঠে নামে। শুক্রবার বিকেলে নগরীর সংরাইশ এলাকায় ডিবি’র ওসি একেএম মনজুর আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ টাকা ছিনতাই ঘটনার সঙ্গে জড়িত ওই এলাকার ইদ্রিস মিয়ার ছেলে আল-আমিন (২৬) এবং ওহাব মিয়ার ছেলে সজিব মিয়াকে (২৫) গ্রেফতার করে। পরে তাদের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী ওই এলাকার মঞ্জিল মিয়ার ছেলে মাসুম হোসেনকে (২৫) গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত ২ রাউন্ড গুলিসহ একটি পিস্তল, ২ রাউন্ড কার্তুজসহ একটি এলজি ও ৮টি রামদা উদ্ধার করা হয়।
×