ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেরপুরে বন্যহাতির আক্রমণে কৃষক নিহত

প্রকাশিত: ০৫:৪৬, ১২ আগস্ট ২০১৭

শেরপুরে বন্যহাতির  আক্রমণে কৃষক  নিহত

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১১ আগস্ট ॥ শ্রীবরদীতে বন্যহাতির আক্রমণে এক কৃষক নিহত ও তার স্ত্রী এবং ছেলে গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার হালুয়াহাটি গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত আব্দুল হাই ওরফে নাডু মিয়া (৬৫) স্থানীয় তনু ম-লের ছেলে। আহত ইসরাফিল মিয়া ও তার মাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার রাত ১২টার দিকে ৩০-৪০টি বন্যহাতির একটি দল পাহাড় থেকে খাদ্যের সন্ধানে লোকালয়ে নেমে আসে। স্থানীয় লোকজন আলোর মশাল জ¦ালিয়ে, টর্চলাইটের আলো ফেলে, চিৎকার করে বন্যহাতি তাড়াতে চেষ্টা করে। একপর্যায়ে বন্যহাতির দল বসতবাড়িতে উঠে আসার সময় কৃষক আব্দুল হাই ও তার স্ত্রী সন্তান বন্যহাতির সামনে পড়েন। ওই সময় দলের একটি হাতি আব্দুল হাইকে শুঁড় পেঁচিয়ে পায়ে পিষ্ট করলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। আব্দুল হাইকে উদ্ধার করতে গিয়ে স্ত্রী এবং ছেলেও বন্যহাতির আক্রমনে গুরুতর আহত হন। এ ব্যাপারে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিন শুক্রবার সকালে বলেন, নিহত ও আহতদের পরিবারকে বন বিভাগ এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মানুযায়ী অর্থ সহায়তা প্রদান করা হবে।
×