ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে বাস উল্টে নিহত এক, আহত ২০

প্রকাশিত: ০৫:৪৫, ১২ আগস্ট ২০১৭

কক্সবাজারে বাস উল্টে  নিহত এক, আহত ২০

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ জেলার রামুতে যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত ও ২০ যাত্রী আহত হয়েছে। শুক্রবার ভোর ৬টায় জোয়ারিয়ানালা রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ইয়াহিয়া ওই বাসের যাত্রী। জানা গেছে, কক্সবাজারমুখী সৌদিয়া পরিবহনের বাস রাবার বাগান মোড়ে পৌঁছার আগে নিয়ন্ত্রণ হারিয়ে পাশর্^বর্তী খাদে উল্টে যায়। ও সময় গাড়ির ভেতরে আটকে পড়া যাত্রীরা চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার তৎপরতা শুরু করে। গাড়িতে ৪৫ যাত্রী ছিল। রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাজেদ আল হাসান জানিয়েছেন, এ ঘটনায় গুরুতর আহত ইয়াহিয়া, ফরহাদ, রাজেশ বড়ুয়া ও ফখরুলকে রামু হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে ইয়াহিয়া ও ফরহাদকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হলে পথে ইয়াহিয়া প্রাণ হারান। গুরুতর আহত ফরহাদকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঝিনাইদহে নারী নিজস্ব সংবাদদাতা ঝিনাইদহ থেকে জানান, কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় ফিরোজা খাতুন (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে কোটচাঁদপুর হাসপাতালে তিনি মারা যান। নিহত ফিরোজা খাতুন কোটচাঁদপুর উপজেলার শালকুপা গ্রামের ইউসুফ আলীর স্ত্রী। কোটচাঁদপুর থানার ওসি থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, ব্যাটারিচালিত অটোরিক্সা বাড়ি থেকে কোটচাঁদপুর হাসপাতালে যাচ্ছিলেন ফিরোজা খাতুন। পথে সাব্দারপুর নামক স্থানে চালক নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশে খাদে উল্টে যায় অটোরিক্সাটি। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×