ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাটপণ্য যাচ্ছে ইউরোপে

মেহেরপুরে সোনালি আঁশে সোনালি ঘাসি

প্রকাশিত: ০৫:৪৫, ১২ আগস্ট ২০১৭

মেহেরপুরে সোনালি আঁশে সোনালি  ঘাসি

সংবাদদাতা, মেহেরপুর, ১১ আগস্ট ॥ পাট দিয়ে পণ্য তৈরি করে নিজেদের ভাগ্যর পরিবর্তন ঘটিয়েছে গ্রামীণ নারীরা। পাটের তৈরি দেশের এসব পণ্য রফতানি হচ্ছে ইতালি, জার্মানিসহ আমেরিকার বিভিন্ন বাজারে। দেশের তৈরি এসব সামগ্রীর বাজার সম্প্রসারণের লক্ষ্যে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। পাটের তৈরি বিভিন্ন ধরনের পণ্য তৈরি তরে স্বাবলম্বী হচ্ছে মেহেরপুর মুজিবনগর উপজেলার নারীরা। এদের কেউ বিধাব অথবা কারো সংসারে নেই উপার্জনক্ষম মানুষ। তাই সংসারের কাজ শেষ করে পাটের তৈরি মাদুর, ম্যাট, ফুলদানি, টেবিল ম্যাট, দোলনাসহ বিভিন্ন ধরনের সামগ্রী তৈরি করে নিজেদের ভাগ্যের পরিবর্তনের পাশাপাশি ভূমিকা রাখছে গ্রামীণ অর্থনীতিতে। ৫০ টাকা থেকে শুরু করে ৭ হাজার টাকা পর্যন্ত রয়েছে এসব পণ্যের দাম। রফতানি হচ্ছে ইতালি, জার্মানিসহ আমেরিকার বিভিন্ন বাজারে। এখন গ্রামবাসীদের সচ্ছলতা ফিরিয়ে আনতে সহযোগিতার হাত বাড়িয়েছে মুজিবনগর ভবেরপাড়া মিশনারী কর্তৃপক্ষ। মুজিবনগর ভবের পাড়ার নারী কর্মী সন্ধা মনি জানান, মেহেরপুরে ভাল মানের পাট না হওয়ায় ফরিদপুর থেকে পাট কিনে আনতে বাড়তি অর্থ গুণতে হয়। দীর্ঘদিন ধরে এই কাজ করে আসায় অনেকের বয়স হয়েছে অনেকে অসুস্থ হয়েছে। এ কাজে নতুনেরাও উৎসাহ পাচ্ছে। মুজিবনগর ভবের পাড়ার আরেক নারী কর্মী আফরোজা খাতুন জানান, আগে পাটের তৈরি সামগ্রীর স্পেনে চাহিদা ভাল ছিল এখন ইতালি, জার্মানসহ আমেরিকার বিভিন্ন বাজারে এর চাহিদা রয়েছে। দামও ভাল পাওয়া যায়।মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ জানান, বাজার সম্প্রসারণের লক্ষ্যে সব ধরনের সহযোগিতা করা হবে। পাশাপাশি ভালমানের পাট উৎপাদনে চাষিদের বিভিন্নভাবে পরামর্শ দেয়ার জন্য কৃষি বিভাগকে বলা হবে।
×