ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দক্ষিণাঞ্চলের বাস ধর্মঘট প্রত্যাহার

প্রকাশিত: ০৫:৪৪, ১২ আগস্ট ২০১৭

দক্ষিণাঞ্চলের  বাস ধর্মঘট প্রত্যাহার

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বরিশাল বিভাগের ছয় জেলার বাস ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত বরিশাল সার্কিট হাউজের মিলনায়তনে প্রশাসন এবং বাস মালিক ও শ্রমিকদের বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুজ্জামান। তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে বাস ধর্মঘট প্রত্যাহারের জন্য বাস মালিক ও শ্রমিকদের অনুরোধ করা হয় এবং প্রশাসনের পক্ষ থেকে তাদের সকল দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়া হয়েছে। এরই প্রেক্ষিতে তারা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন। তবে এনিয়ে বাস মালিক-শ্রমিদের সঙ্গে মাহিন্দ্রা মালিক ও শ্রমিদের মধ্যে একটি বৈঠক হবে পবিত্র ঈদ-উল আযহার পর। বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন জানান, সামনে ঈদ-উল আযহা এবং প্রশাসনের অনুরোধে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হয়েছে। তবে এরমধ্যে বাস মালিক-শ্রমিকদের দুটি দাবির মধ্যে মহাসড়কে থ্রি-হুইলার যান চলাচল এবং বাস মালিক সমিতির সভাপতিসহ পাঁচজনের ওপর হামলাকারীদের গ্রেফতার করা না হলে ফের অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয়া হবে।
×