ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাঁচ লক্ষাধিক টাকা হাতিয়ে চম্পট প্রতারক

প্রকাশিত: ০৫:৪৩, ১২ আগস্ট ২০১৭

পাঁচ লক্ষাধিক টাকা  হাতিয়ে চম্পট প্রতারক

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ১১ আগস্ট ॥ আমতলী উপজেলার গ্রাহকদের কাছ থেকে কম সুদে ঋণ দেয়ার কথা বলে সঞ্চয়ের পাঁচ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে নাভানা এ্যাসোসিয়েশন লিমিটেড নামের একটি ভুয়া সংস্থা। জানা গেছে, ঢাকার উত্তরা প্রধান কার্যালয়ের নাভানা এ্যাসোসিয়েশন লিমিটেড নামের একটি সংস্থা কম সুদে ঋণ দেয়ার কথা বলে এ বছর মে মাসে আমতলী উপজেলার বিভিন্ন এলাকার গ্রাহক তৈরি করে। তাদের কাছ থেকে বিভিন্ন মেয়াদে ৫.৫% সুদে ঋণের বিপরীতে ১০% সঞ্চয় নগদ টাকা ও পে-অর্ডার জমা দেয়। নাভানা কর্তৃপক্ষ গ্রাহকদের ঋণের টাকার বিপরীতে ঢাকার কমার্শিয়াল ব্যাংকের চেক প্রদান করে। গ্রাহকরা ওই ঋণের চেক নিয়ে জুলাই ও আগস্ট মাসের বিভিন্ন তারিখে ঢাকা কমার্শিয়াল ব্যাংকে টাকা তুলতে যান।
×