ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অনলাইন প্রশ্নব্যাংক বাস্তবায়িত হচ্ছে জাতীয় পর্যায়ে

প্রকাশিত: ০৫:৪৩, ১২ আগস্ট ২০১৭

অনলাইন প্রশ্নব্যাংক  বাস্তবায়িত হচ্ছে  জাতীয় পর্যায়ে

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উদ্ভাবন অনলাইন প্রশ্নব্যাংক জাতীয় পর্যায়ে বাস্তবায়িত করার পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়, যা প্রশ্ন ফাঁস, নির্ভুল ও মানসম্মত প্রশ্ন প্রণয়নে কাজ করবে। শিক্ষকদের তৈরি এ প্রশ্নব্যাংকের মাধ্যমে প্রাথমিকভাবে সারাদেশের সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষা নেয়া হবে বলে নিশ্চিত করেছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র। একই সঙ্গে আগামী ২০১৯ সালে পাবলিক পরীক্ষা নেয়ার পরিকল্পনা করছে মন্ত্রণালয়। জানা যায়, প্রাথমিকভাবে একজন নির্বাচিত শিক্ষক প্রশ্ন তৈরি করে বোর্ডের ওয়েবসাইটের সংশ্লিষ্ট এ্যাডমিন ব্যবহার করে প্রশ্ন আপলোড করবেন। তারপর শিক্ষকদের তৈরি মডারেটদের মাধ্যমে তা যাচাই হয়ে চলে যাবে প্রশ্নপত্র প্রণেতা সেন্টারে। তারপর নির্ধারিত পরীক্ষার তিন ঘণ্টা আগে প্রতিষ্ঠানের ঠিকানায় জমা করা হবে। সর্বশেষ প্রতিষ্ঠানের পাসওয়ার্ড ও আইডি ব্যবহার করে প্রশ্ন ডাউনলোড দিয়ে সময়মতো শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হবে। এ বিষয়ে বোর্ডের প্রোগ্রামার জাকির হোসেন ও সহকারী প্রোগ্রামার মোজাম্মেল হক জানান, প্রশ্নব্যাংকের অধিকাংশ কাজগুলো শিক্ষকরাই করবেন। তাদের সে বিষয়ে একাধিক প্রশিক্ষণও দেয়া হয়েছে। শুক্রবার যশোরের একটি হোটেলে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উদ্যোগে আয়োজিত অনলাইন প্রশ্নব্যাংকে প্রশ্ন আপলোড ও ডাউনলোড বিষয়ক এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-১) চৌধুরী মুফাদ আহমেদ বলেন, যশোর শিক্ষা বোর্ডের অনলাইন প্রশ্নব্যাংক অত্যন্ত মানসম্মত ও যুগোপযোগী। দেশে শিক্ষাবিদরা যশোর শিক্ষা বোর্ডের অনলাইন প্রশ্নপত্রের প্রশংসা করেছেন। যশোর বোর্ডকে অন্য শিক্ষা বোর্ডগুলো মডেল হিসেবে গ্রহণ করছে। পরিকল্পনা চলছে আগামীতে অনলাইন প্রশ্নব্যাংকের প্রশ্নে জাতীয়পর্যায়ের পরীক্ষাগুলো কিভাবে নেয়া যায়। তিনি আরও জানান, দেশের সরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষাগুলো প্রশ্নব্যাংকের আওতায় নেয়া হবে। যশোর শিক্ষা বোর্ড তথ্যপ্রযুক্তিকে ব্যবহার করে এটাকে সম্ভব করেছে বলে মন্তব্য করেন তিনি। আলোচনায় অংশ নেনÑ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান প্রফেসর মাহবুবুর রহমান, বুয়েটের সিএমই বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ, যশোর বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আব্দুল আলীম, চট্টগ্রাম বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সায়িদা ইসলাম, যশোর বোর্ডের সচিব ড. মোল্লা আমীর হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র, মাদ্রাসা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নাজমুল হুদা, কারিগরি বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সুশীল কুমার পাল প্রমুখ। এ সময় তারা বলেন, অনলাইন প্রশ্নব্যাংকের প্রশ্নে সব স্কুলে একই সময়ে একই প্রশ্নে পরীক্ষা নেয়া সম্ভব। এতেই প্রমাণিত হয়, শিক্ষার উন্নয়নে যশোর শিক্ষা বোর্ড অবিস্মরণীয় ভূমিকা রাখছে। শহরের শিক্ষকরা একটু দায়িত্ববান ও সচেতন হলেই দেশের দ্রুত উন্নয়ন সম্ভব।
×