ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পুলিশের ধাওয়ায় মাদক বিক্রেতার মৃত্যু

প্রকাশিত: ০৫:৪২, ১২ আগস্ট ২০১৭

পুলিশের ধাওয়ায়  মাদক বিক্রেতার মৃত্যু

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ শার্শায় গোয়েন্দা পুলিশের ধাওয়া খেয়ে পালাতে গিয়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে আব্দুল মান্নান (৫০) নামে এক মাদক বিক্রেতার। এ সময় মাদকসহ জোদ্দিন (৫২) নামে একজনকে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোরে শার্শার কন্যাদহ বাজারে। নিহত আব্দুল মান্নান কন্যাদাহ গ্রামের আহার আলী মেম্বারের ছেলে। পুলিশ জানায়, নিহত মান্নান শার্শার উলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়নাল হকের শ্যালক ও জোদ্দিন চেয়ারম্যানের ভাই। তারা দীর্ঘদিন ধরে মাদকের সিন্ডিকেট চালাত। সেই সঙ্গে মাদক সেবনও করত। যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মনিরুজ্জামান জানান, মাদকের আসর বসেছে- এমন সংবাদ পেয়ে কন্যাদহ বাজারে অবস্থিত আহার আলীর দোতলা বিল্ডিং ঘেরাও করা হয়। ওই সময় মান্নান ও মিলন নামে দুজন পুলিশ দেখে দোতলার জানালা দিয়ে লাফিয়ে পালানোর চেষ্টা করে। তখন দোতলার কার্নিশে মাথা লেগে আঘাত পেয়ে আহত হয় মান্নান। হাসপাতালে নেয়ার সময় জামতলা বাজারে সে মারা যায়। প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দৈনিক জনকণ্ঠে গত মঙ্গলবার ‘টাকা ফেরত দাবিতে মানববন্ধন’ শিরোনামে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিয়েছে সানলাইফ ইন্স্যুরেন্স। সিইও একেএম শরীফুল ইসলাম স্বাক্ষরিত ব্যাখ্যায় দাবি করা হয়েছে, গ্রাহকরা মূল টাকা ও লভ্যাংশ পাচ্ছে না বলে যে তথ্য উল্লেখ করা হয়েছে তা প্রকৃত তথ্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়নি। বীমা গ্রাহকদের আমানত সুরক্ষিত রয়েছে, যা মেয়াদপূর্তিতে পরিশোধ করা হচ্ছে। তবে প্রয়োজনীয় দলিলপত্র ও অন্য তথ্যাদি সময়মতো না পাওয়ায় কিছু গ্রাহকের দাবি প্রক্রিয়াকরণে সামান্য বিলম্ব হয়ে থাকে। তদুপরি বীমাসংক্রান্ত কোন আপত্তি বা অভিযোগ থাকলে কল সেন্টারে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
×