ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধু : নতুন প্রজন্মের ভাবনা’ শীর্ষক সেমিনার আজ

প্রকাশিত: ০৫:৪১, ১২ আগস্ট ২০১৭

বঙ্গবন্ধু : নতুন প্রজন্মের ভাবনা’  শীর্ষক সেমিনার আজ

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনায় আজ শনিবার ‘বঙ্গবন্ধু : নতুন প্রজন্মের ভাবনা’ শীর্ষক দিনব্যাপী জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে। ‘১৯৭১ : গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্ট’-এর অধীনে পরিচালিত ‘গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্র’ নগরীর বিএমএ ভবনের কাজী আজহারুল হক মিলনায়তনে এই সেমিনার আয়োজন করেছে। সকাল ১০টায় সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ১৯৭১ : গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্টের সভাপতি অধ্যাপক ড. মুনতাসীর মামুন। স্বাগত বক্তব্য রাখবেন ট্রাস্টি সম্পাদক ডাঃ শেখ বাহারুল আলম। দু’টি অধিবেশনে বিভক্ত সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মোঃ মাহবুবর রহমান ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক চৌধুরী শহীদ কাদের। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক আশফাক হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেজবাহ কামাল, বিশিষ্ট কবি ও স্থপতি রবিউল হুসাইন। সেমিনারে ‘বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা’ এবং ‘বঙ্গবন্ধু : নতুন প্রজন্মের ভাবনা’ শীর্ষক দুটি প্রবন্ধ উপস্থাপিত হবে।
×