ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দিনাজপুরে মামলা করায় গৃহবধূ নির্যাতনের শিকার

প্রকাশিত: ০৫:৪১, ১২ আগস্ট ২০১৭

 দিনাজপুরে মামলা করায় গৃহবধূ নির্যাতনের  শিকার

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ তালাকের মামলা তুলে নেয়ার জন্য এক গৃহবধূর ওপর অমানবিক নির্যাতন করা হয়েছে। নির্যাতনের অভিযোগে স্বামীসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের করিমপুর গ্রামের সিরাজুলের সঙ্গে ২০ বছর আগে বিয়ে হয় ওই গৃহবধূর। বিয়ের পর থেকে যৌতুকসহ নানা কারণে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালায় স্বামীসহ শ্বশুর পরিবারের লোকজন। ২০১৬ সালের ১৬ অক্টোবর নির্যাতন সহ্য করতে না পেরে তালাকের জন্য গৃহবধূ তার স্বামীসহ পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করলে তার ওপর অত্যাচার নির্যাতনের মাত্রা বেড়ে যায়। এক পর্যায়ে তাকে প্রাণনাশের হুমকি দেয়া হলে আদালতে তিনি তালাকের মামলা দায়ের করেন। ইউপি সদস্য ইলিয়াস হোসেন জানান, বুধবার বিকেলে গৃহবধূকে ঘরে আটক করে নির্যাতন করা হয়। নির্যাতনের সময় চিৎকার শুনে তিনিসহ এলাকার লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। মহিলা সদস্য সাবিনা ইয়াসমিন গৃহবধূকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
×