ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রংপুরে হাইটেক পার্ক

প্রকাশিত: ০৫:০৪, ১২ আগস্ট ২০১৭

রংপুরে হাইটেক পার্ক

রংপুর সিটি কর্পোরেশনের তপোধন এলাকায় খলিসাকুড়িতে প্রায় দেড় শ’ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত হতে যাচ্ছে হাইটেক পার্ক প্রকল্প। পাঁচ হাজার বেকার যুবকের কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টি করার উদ্দেশ্যেই এই প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। আইসিটি মন্ত্রণালয়ের অধীনে হাইটেক পার্ক কর্তৃপক্ষ রংপুরসহ ১২টি জেলায় হাইটেক পার্ক নির্মাণের উদ্যোগ নিয়েছে। হাইটেক পার্ক কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ২৫ এপ্রিল ১২টি হাইটেক পার্ক প্রকল্পের জন্য এক হাজার আট শ’ কোটি টাকা প্রাক্কলিত ব্যয় অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে রংপুর হাইটেক পার্কের জন্য ১৫০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। ২০২০ সালের জুন পর্যন্ত প্রকল্প বাস্তবায়নের সময় নির্ধারণ করেছেন হাইটেক পার্ক কর্তৃপক্ষ। জানা যায়, প্রাক্কলিত এক হাজার আট শ’ কোটি টাকার মধ্যে বাংলাদেশ সরকার বরাদ্দ দিয়েছে প্রায় আড়াই শ’ কোটি টাকা। ভারতীয় দ্বিতীয় লাইন অব ক্রেডিট অর্থায়ন করবে বাকি এক হাজার পাঁচ শ’ কোটি টাকা। রংপুর হাইটেক পার্ক কর্তৃপক্ষের সহকারী পরিচালক শফিক উদ্দিন ভূঁইয়া বলেন, এই প্রকল্পের জন্য আট একর জমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। এ বছরে প্রকল্প কর্তৃপক্ষের কাছে জমি হস্তান্তর করবে জেলা প্রশাসক। আগামী বছর এপ্রিল বা মে মাসে শুরু হবে অবকাঠামো নির্মাণের কাজ। তিনি আরও বলেন, রংপুর হাইটেক পার্কে নির্মিত হবে একটি সাত তলা বিশিষ্ট স্টিলের মাল্টিটেনেন্ট ভবন ও তিন তলাবিশিষ্ট একটি ডরমেটরি ভবন। -আব্দুর রউফ সরকার, রংপুর থেকে
×