ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মৌলভীবাজার শহর রক্ষা বাঁধ দখল করে অবৈধ প্রতিষ্ঠান

প্রকাশিত: ০৫:০০, ১২ আগস্ট ২০১৭

মৌলভীবাজার শহর রক্ষা বাঁধ দখল করে অবৈধ প্রতিষ্ঠান

মৌলভীবাজারের মনু নদীর শহর রক্ষা বাঁধ দখল করে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান। অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালী মহলের সঙ্গে জড়িত। যদিও পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ বলছে, অবৈধ দখলদারদের তালিকা তৈরির কাজ চলছে। শীঘ্রই উচ্ছেদ অভিযান চালানো হবে। এই ঘর-বাড়ি, আর দোকানপাট দেখে বোঝার উপায় নেই, এটি একটি শহর রক্ষা বাঁধের অংশ। মৌলভীবাজারকে ঘিরে আছে মনু নদী। ১৯৮২ সালে শহর রক্ষা প্রকল্পের আওতায় এখানে বাঁধ তৈরি করা হয়। যদিও বাঁধের উত্তর অংশ জুড়ে গড়ে উঠেছে বসতভিটা-ব্যবসা প্রতিষ্ঠান। অভিযোগ আছে, জমি দখল করে ঘরবাড়ি বানিয়ে ভাড়া দিচ্ছে স্থানীয় প্রভাবশালীরা। অভিযোগ স্বীকার করে পৌর মেয়র বললেন, অবৈধ দখলদারদের উচ্ছেদ করা না গেলে পরিবেশের ব্যাপক ক্ষতি হবে। বাঁধে বসবাসকারীদের দাবি, পানি উন্নয়ন বোর্ডের অনুমতি নিয়েই বসতি গড়েছেন তারা। আর পানি উন্নয়ন বোর্ড বলছে, অবৈধ দখলদারদের তালিকা তৈরি কাজ চলছে। নদী এলাকার পরিবেশ ঠিক রাখতে শীঘ্রই উচ্ছেদ অভিযান চালানো হবে। থস্টাফ রিপোর্টার
×