ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খায়রুল হকের বক্তব্য আদালত অবমাননার শামিল ॥ ফখরুল

প্রকাশিত: ০৭:৪৬, ১১ আগস্ট ২০১৭

খায়রুল হকের বক্তব্য আদালত অবমাননার শামিল ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ আইন কমিশনের আসনে বসে সুপ্রীমকোর্টের রায় ও প্রধান বিচারপতি সম্পর্কে বিচারপতি এবিএম খায়রুল হক যেসব উক্তি করেছেন তা শুধু অশালীনই নয়, রীতিমতো আদালত অবমাননার শামিল বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এ সময় সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে দেয়া আপীল বিভাগের রায়ে জাতীয় সংসদকে অপরিপক্ব বলা ঠিক হয়নি বলে আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বিএনপির স্থায়ী কিমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, খায়রুল হকের লজ্জাবোধ নেই। বিএনপি মহাসচিব বলেন, সংবিধানের ষোড়শ সংশোধনী সুপ্রীমকোর্টের আপীল বিভাগ বাতিল করেছে। ৭৯৯ পৃষ্ঠার ঐতিহাসিক, দার্শনিক দিকনির্দেশনামূলক দলিল এ রায়টি বর্তমান রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপট এবং রাষ্ট্রের বর্তমান অবস্থা সম্পর্কে একটি ম্যাগনাকার্টা বলেই আমাদের কাছে মনে হয়েছে। সত্য উদ্ভাসিত হয়েছে নির্ভীকভাবে। হতাশাগ্রস্ত জাতি এ রায়ের মাধ্যমে আশার আলো দেখতে পেয়েছে। আমরা সেজন্যই এ রায়কে স্বাগত জানিয়েছি এবং আপীল বিভাগকে অভিনন্দন জানিয়েছি। মির্জা ফখরুল বলেন, অত্যন্ত পরিতাপের সঙ্গে লক্ষ্য করলাম যে, সরকার বা সরকারী দল আওয়ামী লীগ কোন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়ার পূর্বেই সাবেক প্রধান বিচারপতি ও বর্তমান আইন কমিশন চেয়ারম্যান বিচারপতি খায়রুল হক রায়ের বিরুদ্ধে বিষোদ্গার করলেন। মনে হলো এ রায়ের ফলে তার গাত্রদাহ শুরু হয়েছে। বিচারপতি খায়রুল হক তার সময় যেসব রায় দিয়েছেন তা বাংলাদেশের গণতন্ত্রকে কতখানি ক্ষতিগ্রস্ত করেছে দেশের মানুষ এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে।
×