ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

যোগ দিচ্ছেন মাহমুদ আলী

কাঠমান্ডুতে আজ বিমসটেক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক

প্রকাশিত: ০৭:৩৫, ১১ আগস্ট ২০১৭

কাঠমান্ডুতে আজ বিমসটেক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক

কূটনৈতিক রিপোর্টার ॥ বঙ্গোপসাগরীয় আঞ্চলিক সহযোগিতা জোট বিমসটেক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ১৫তম বৈঠক আজ শুক্রবার নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হচ্ছে। সেখানে চতুর্থ বিমসটেক শীর্ষ সম্মেলনের তারিখ চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে। বৈঠকে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বৃহস্পতিবার নেপালে গেছেন। পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের আগে বৃহস্পতিবার বিমসটেকের পররাষ্ট্র সচিবদের বৈঠক হয়েছে। বৈঠকে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক যোগ দিয়েছেন। সূত্র জানায়, পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে বৃহস্পতিবার বিমসটেকের সিনিয়র কর্মকর্তা পর্যায়ের ১৮তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে মুক্ত বাণিজ্যচুক্তি এবং গ্রিড আন্তঃসংযোগ বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) নিয়ে আলোচনা হয়েছে। আজ শুক্রবার মন্ত্রী পর্যায়ের বৈঠকে বিষয়টি চূড়ান্ত হবে। এছাড়া বিমসটেকের পরবর্তী মহাসচিব নিয়েও আলোচনা হয়। নেপালের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আজ শুক্রবারের বৈঠকে বিমসটেকের সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীরা যোগ দিচ্ছেন। এ বৈঠকের সাইডলাইনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে অন্য দেশের মন্ত্রীদের বৈঠক হতে পারে বলে জানা গেছে। বিশেষ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে আবুল হাসান মাহমুদ আলীর বৈঠক হবে বলে আশা করা হচ্ছে। সে সময় আগামী মাসে সুষমা স্বরাজের ঢাকা সফর নিয়েও আলোচনা হবে বলে জানা গেছে। ঢাকায় বিমসটেক সচিবালয় প্রতিষ্ঠার প্রস্তাব মেনে নিয়ে শ্রীলঙ্কা এ জোটের প্রথম মহাসচিব হিসেবে সুমিত নাকানদালাকে মনোনয়ন দিয়েছিল। শ্রীলঙ্কা তাকে আরেক দফা মনোনয়ন দিতে চায়। অন্যদিকে ঢাকা অপর একজন কূটনীতিককে ওই পদে মনোনয়ন দিতে আগ্রহী। বৈঠকে নেপাল বিমসটেকের পরবর্তী শীর্ষ সম্মেলনের তারিখ প্রস্তাব করবে। আগামী অক্টোবরেই নেপাল ওই সম্মেলন আয়োজন করতে চায়। বৃহস্পতিবারের বৈঠকে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। আর শুক্রবারের বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী দামচো দর্জি বৃহস্পতিবার কাঠমান্ডু পৌঁছেছেন। শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী রবি করুনানায়েক বৃহস্পতিবার বন্ড কেলেঙ্কারির অভিযোগে পদত্যাগ করায় তিনি এ বৈঠকে অংশ নিচ্ছেন না। এছাড়া থাইল্যান্ড ও মিয়ানমার থেকে তাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী যোগ দিচ্ছেন।
×