ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তছলিম হোসেন হাওলাদার

চিন্তার চাষাবাদে ‘চাষারু’

প্রকাশিত: ০৬:৩৭, ১১ আগস্ট ২০১৭

চিন্তার চাষাবাদে ‘চাষারু’

সম্প্রতি চাঁদপুর থেকে বেশ ক’টি সাহিত্যের ছোটকাগজ প্রকাশিত হয়ে আসছে যার মধ্যে ‘চাষারু’ অন্যতম। ‘মননে মাটিতে চিন্তার চাষাবাদ’ এই স্লোগান ধারণ করে কবি সৌম্য সালেকের সম্পাদনায় চাষারু সপ্তম সংখ্যা জুন ২০১৭-এ প্রকাশিত হয়েছে। চাষারুর আলোচিত সংখ্যাটি সাজানো হয়েছে প্রবন্ধ, কবিতা, অনুবাদ কবিতা, গদ্য, সাহিত্য প্রতিবেদন ও বই আলোচনা দিয়ে। চাষারু পাঠ শেষে বলতেই হচ্ছে যে, এ সংখ্যার প্রধান আকর্ষণ হলো এর প্রবন্ধসমূহ। অতি সম্পতি প্রয়াত হলেন প্রাবন্ধিক গবেষক শান্তনু কায়সার। শান্তনু কায়সারকে স্মরণ করে দুটো প্রবন্ধ লিখেছেন যথাক্রমে আহমেদ মাওলা ও পিয়াস মজিদ। এর মধ্যে আহমেদ মাওলার ‘মননশীল গদ্য লেখক শান্তনু কায়সার’ শীর্ষক প্রবন্ধটির কথা বিশেষভাবে উল্লেখ করতে হয়। প্রবন্ধটির মাধ্যমে শান্তনু কায়সারের জীবন ও সাহিত্যকর্ম সম্পর্কে পাঠক অনেকটাই ধারণা পাবেন। শান্তনু কায়সার সম্পর্কে আহমেদ মাওলার অভিব্যক্তি এ রকমÑ তিনি লিখেছেন : ‘স্বভাবে লাজুক, কিছুটা নেপথ্যচারী এবং মৃদুভাষী ছিলেন শান্তনু কায়সার। তুমুল আড্ডায়ও তাঁকে খুব সরব হতে দেখা যায়নি। তবে সাহিত্য আলোচনায়, মঞ্চে বক্তৃতাকালে তার ব্যতিক্রমী ভিন্ন দৃষ্টিকোণ, গভীর বিশ্লেষণ উপস্থিত শ্রোতা-দর্শকদের মুগ্ধ এবং বিমোহিত করত।’ লেখক যথার্থই বলেছেন, ‘সমকালীন বাংলা সাহিত্যের একজন গুরুত্বপূর্ণ লেখক শান্তনু কায়সার বিচিত্র ও বহুমুখী লেখালেখির মাধ্যমে নিজস্ব একটি আসন তৈরি করতে সক্ষম হয়েছিলেন।’ এ ছাড়া অধ্যাপিকা লায়লা নূরের ‘ধর্ম প্রবণতা’ একটি ব্যতিক্রমী লেখা। ড. ফজলুল হক তুহিনের ‘চিত্রকল্পের কবি আল মাহমুদ’ ও মামুন সিদ্দিকীর ‘মুক্তিযুদ্ধের সাংস্কৃতিক সংগ্রাম : কয়েকটি উদ্যোগ’ প্রবন্ধ দুটিও নিঃসন্দেহে ভাল লেখা হয়েছে। তবে মতিন বৈরাগীর ‘আমিনুল ইসলামের কবিতার ঘরবাড়ি’ প্রবন্ধটি নানা কারণে সুখপাঠ্য হয়নি। ইসহাক সিদ্দিকী অনুদৃত ইসরাত জাহানের গদ্য ‘অধিচৈতন্য’ পাঠ শেষে পাঠক তৃপ্তির ঢেকুর তুলতে পারবেন বলে আমাদের বিশ^াস। অন্যান্যের মধ্যে এ সংখ্যায় প্রবন্ধ লিখেছেন আরশাদ সিদ্দিকী-রতন ভৌমিক প্রণয় ও তুহিন দাশ। চাষারুতে যারা কবিতা লিখেছেন তাদের অধিকাংশই পরিচিত মুখ। এঁদের মধ্যে রেজাউদ্দিন স্টালিন, আইউব সৈয়দ, ইন্দ্রনীল সেনগুপ্ত, ইকবাল পারভেজ, জুননু রাইন, রাসেল রায়হান প্রমুখের কবিতা পাঠকদের মনোযোগ দাবি করে। চাষারুতে এ ছাড়া কবিতা লিখেছেন মনোহর আলী, ইকবাল আনোয়ার, বীরেন মুখার্জী, খালেদ হামিদী, দীপ্র আজাদ কাজল, তছলিম হোসেন হাওলাদার, মুজিব রহমান, চন্দন চৌধুরী, চাণক্য বাড়ৈ, মাসুদার রহমান, হাসান হাবিব, পীযূষ কান্তি বড়ুয়া, খালেদ চৌধুরী, সৌম্য সালেক, গিরীশ গৈরিক, জব্বার আল নাঈম, মোস্তফা হায়দার, ইলিয়াস বাবর, রফিকুজ্জামান রনি, মুহাম্মদ ফরিদ হাসান, জাহাঙ্গীর হোসেন বাদশা, আশিক বিন রহিম প্রমুখ। আলোচ্য সংখ্যায় প্রখ্যাত চিলিয়ান কবি গাব্রিয়েলা মিস্ত্রালের কবিতা অনুবাদ করেছেন মাইনুল ইসলাম মানিক, চাঁদপুর সাহিত্য সম্মেলন-২০১৭ নিয়ে লিখেছেন কাজী শাহাদাত। কাদের পলাশের গল্পগ্রন্থ ‘দীর্ঘশ্বাসের শব্দ’-এর ওপর আলোচনা করেছেন কথাসাহিত্যিক জাকির তালুকদার। সার্বিক পাঠের পর এ কথা বলা যায়, চাষারু চলতি সংখ্যাটি সুখপাঠ্য। নানা চিন্তা ও উপস্থাপনের প্রকাশ এই কাগজটিতে ঘটেছে। পাঠকদের এমন একটি চমৎকার সংখ্যা উপহার দেয়ার জন্য চাষারু সম্পাদক প্রশংসার দাবি রাখে।
×