ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ওয়ালটন জাতীয় যুব মহিলা হ্যান্ডবলে নওগাঁ চ্যাম্পিয়ন

প্রকাশিত: ০৬:৩৩, ১১ আগস্ট ২০১৭

ওয়ালটন জাতীয় যুব মহিলা হ্যান্ডবলে নওগাঁ চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন জাতীয় যুব মহিলা হ্যান্ডবল প্রতিযোগিতার চতুর্থ আসরে চ্যাম্পিয়ন হয়েছে নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা দল। বৃহস্পতিবার পল্টনের ক্যাপ্টেন এম. মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে জামালপুর জেলা ক্রীড়া সংস্থাকে ২৭-১৭ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নওগাঁ। এটা তাদের প্রথম শিরোপা। এর আগে একবার রানার্সআপ ও একবার তৃতীয় হয়েছিল তারা। নওগাঁর নূরজাহান ১২, পূর্ণিমা ৬ ও নাজনীন ৫টি গোল করেন। জামালপুরের আলপনা ৫ ও মিষ্টি ৪টি গোল করেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন নওগাঁ জেলার পূর্ণিমা। সেরা গোলরক্ষক হন জামালপুর জেলার ফওজিয়া। ফাইনাল শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর (হেড অব স্পোর্টস এ্যান্ড ওয়েলফেয়ার) এফএম ইকবাল বিন অনোয়ার (ডন), প্রবীণ ক্রীড়া সংগঠক ফরিদা আক্তার বেগম। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলী আজম, ফেডারেশনের সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম, ফেডারেশনের কার্যনির্বাহী ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক মকবুল হোসেনসহ ফেডারেশনের অন্য কর্মকর্তারা। এছাড়া ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ খেলোয়াড়দের এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড়কে হোম এ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হয়।
×