ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টাইগারদের মোকাবেলায় ছক কষছেন লেহম্যান

প্রকাশিত: ০৬:৩২, ১১ আগস্ট ২০১৭

টাইগারদের মোকাবেলায় ছক কষছেন লেহম্যান

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে প্রস্তুতি শুরু করে দিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। বৃহস্পতিবার থেকে ডারউইনে প্রস্তুতি শুরু করেছে স্টিভেন স্মিথবাহিনী। এক সপ্তাহ ডারউইনে অনুশীলন করবেন অসি ক্রিকেটাররা। এরপর ১৮ আগস্ট বাংলাদেশের মাটিতে পা দিতে বিমানে চড়বেন। বাংলাদেশে এসে তিনদিন প্রস্তুতি সেরে ২২ আগস্ট থেকে বিসিবি একাদশের বিপক্ষে দুইদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন অসি ক্রিকেটাররা। প্রস্তুতি ম্যাচ শেষে তিনদিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন শেষে বাংলাদেশের বিপক্ষে মিরপুরেই ২৭ আগস্ট প্রথম টেস্ট খেলতে নামবেন স্মিথরা। এরপর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৪ সেপ্টেম্বর দ্বিতীয় টেস্ট শুরু হবে। এ দুই টেস্টের জন্য সর্বশেষ একটি চূড়ান্ত দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। দলে সুযোগ পেয়েছেন পেসার জ্যাকসন বার্ড। অন্যদিকে ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছেন প্যাটিনসন। বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। তার ডেপুটি হিসেবে রয়েছেন ডেভিড ওয়ার্নার। দলের অন্য সদস্যরা হলেন : এ্যাস্টন আগার, জ্যাকসন বার্ড, হিল্টন কাটরাইট, পেট কামিন্স, পিটার হ্যান্ডসকম্ব, জশুয়া হ্যাজলউড, উসমান খাজা, নাথান লায়ন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট রেনশো, মিচেল সেপসন ও ম্যাথু ওয়েড। সবাই অনুশীলন শুরু করেছেন। আর্থিক বনিবনা নিয়ে দুইমাস ক্রিকেটের বাইরে ছিলেন অসি ক্রিকেটাররা। অবশেষে আবার ব্যাট-বল নিয়ে মাঠ দাপিয়েছেন। তাতে ক্রিকেটারদের অনেক আনন্দ হওয়ারই কথা। আবার এতদিন ক্রিকেটের বাইরে থাকায় সমস্যাওতো হওয়ার কথা। অসি কোচ ড্যারেন লেহম্যান এগুলো নিয়ে মাথা ঘামাতেই রাজি নন। লেহম্যানতো এমনও বলছেন, যখন চুক্তি নিয়ে ঝামেলা চলেছে তখনও ক্রিকেটাররা অনুশীলনের মধ্যেই ছিলেন। এ নিয়ে লেহম্যান বলেন, ‘চুক্তি নিয়ে আলোচনার সময়ও এমনকি খেলোয়াড়রা অনুশীলন ও প্রস্তুতির মধ্যে ছিল। এর মানে হলো ওরা খেলার মধ্যে ছিল। তাই ফিটনেসের দিক থেকে বলা যায় ম্যাচের আগে খেলোয়াড়রা ফিট ও শক্তিশালী। এখন যেটা দরকার সেটা হলো তাদের দক্ষতার জায়গাটা বাড়ানো।’ সর্বশেষ ২০০৬ সালে বাংলাদেশ সফর করে অস্ট্রেলিয়া দল। দুই ম্যাচের টেস্ট সিরিজে দুটো ম্যাচই জিতেছিল রিকি পন্টিংয়ের দল। সেই দলের সঙ্গে এখন বাংলাদেশ দলের অনেক পার্থক্য। সেইসময়ই অস্ট্রেলিয়া দল একটি টেস্টে জিততে বেগ পেয়েছে। এখন তো বাংলাদেশ দল টেস্ট খেলুড়ে শক্তিশালী দলগুলোকেও হারিয়ে দেয়। অস্ট্রেলিয়াও যে সেই হারের তালিকায় এবার পড়বে না তা কে বলতে পারে। খেলাটি হবে বাংলাদেশের মাটিতে। সবারই এখন জানা, দেশের মাটিতে কতটা বিপজ্জনক দল বাংলাদেশ। লেহম্যান বিরতিটা ক্রিকেটারদের জন্য দরকার ছিল বলেই মনে করছেন, ‘অনেক খেলোয়াড়ের এই বিরতিটা খুব ভাল কাজে দিয়েছে। গ্রীষ্মের লম্বা সূচীতে লম্বা ভ্রমণ ক্লান্তি শেষে এখন সতেজ মনে খেলতে পারবে।’ সঙ্গে কোচ যোগ করেন, ‘অনুশীলনের জন্য অনেকটা সময় পাব আমরা। বাংলাদেশের আবহাওয়ার সঙ্গেও মানিয়ে নেয়ার সময় পাব। প্রথম ম্যাচের ৮-৯ দিন আগে আমরা ঢাকায় পৌঁছাব। দেখা যাক তখন আবহাওয়া-পরিস্থিতি কেমন থাকে ওখানে।’ লেহম্যানের কণ্ঠে কোন ভয়-ভীতি-আশঙ্কা নেই। কিন্তু স্টিভেন স্মিথের কণ্ঠে তা ঝরেছে। স্মিথের কাছে তো বাংলাদেশ বিপজ্জনক দল। স্মিথই বলেছেন, ‘বাংলাদেশ অবশ্যই বিপজ্জনক দল। গত কয়েক বছরে বিশেষ করে ঘরের মাঠে তারা দারুণ উন্নতি করেছে। গত বছর তো স্বদেশে তারা ইংল্যান্ডকে একেবারে উড়িয়ে দিয়েছিল।’ বোঝাই যাচ্ছে স্মিথরা ভয়ে আছেন। আর ভয়কে জয় করতে সবধরনের চেষ্টাই করে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ফিল্ডিং কোচ নিয়োগ দিয়েছে তারা। অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান ব্র্যাড হ্যাডিনকে ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর দিয়ে নতুন চাকরি শুরু করতে যাচ্ছেন হ্যাডিন। জাতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবে তার আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে ২৭ আগস্ট বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট দিয়ে। ব্লেউয়েট সাউথ অস্ট্রেলিয়ান ক্রিকেট এ্যাসোসিয়েশনে নতুন চাকরি নেয়ায় হ্যাডিন সেই জায়গা পূরণ করলেন। বৃহস্পতিবার এ খবর জানার পর সাবেক এ তারকা বলেছেন, ‘দলের দারুণ খেলোয়াড়দের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি রোমাঞ্চিত।’
×