ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এসএম সুলতানের জন্মজয়ন্তী পালন

প্রকাশিত: ০৬:০৮, ১১ আগস্ট ২০১৭

এসএম সুলতানের জন্মজয়ন্তী পালন

নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ১০ আগস্ট ॥ বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৩তম জন্মজয়ন্তী পালিত হয়েছে। এ উপলক্ষে নড়াইলে সুলতান সংগ্রহশালা চত্বরে বৃহস্পতিবার সকাল ৮টায় শিল্পীর মাজার জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ, কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন, এসএম সুলতান ফাউন্ডেশন, নড়াইল প্রেসক্লাব, এসএম সুলতান বেঙ্গল আর্ট কলেজসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শিল্পীর মাজারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেনÑ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সিদ্দিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুল আরিফ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহবুবুর রশিদ, এসএম সুলতান বেঙ্গল আর্ট কলেজের অধ্যক্ষ অশোক কুমার শীল প্রমুখ। রূপগঞ্জে কারখানায় হামলা ভাংচুর ॥ আহত ৩ নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১০ আগস্ট ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি লবণ কারখানায় স্থানীয় সন্ত্রাসীরা হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় সন্ত্রাসীদের হামলায় ৩ জন আহত হয়েছেন। ক্ষতির পরিমাণ প্রায় ৪০ লাখ টাকা বলে দাবি করেছেন কারখানা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকালে উপজেলার মুড়াপাড়া এলাকার সুপার ক্রীস্টাল সল্ট ইন্ডাস্ট্রিজে ঘটে এ ঘটনা। পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ জানায়, ১৬-১৭ সদস্যের সন্ত্রাসী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পূর্বশত্রুতার জের ধরে এ হামলা চালায়। হামলাকারীরা অফিসের আসবাবপত্র, স্টোর রুম, পাওয়ার স্টেশন রুম, স্কেল রুম, দরজা-জানালা ভাংচুর করে। এ সময় কোম্পানির ২টি ট্রাক ও ১টি কাভার্ডভ্যান ভাংচুর করে। বাধা দিতে গেলে সন্ত্রাসীরা কোম্পানির কর্মাশিয়াল ম্যানেজার আনোয়ার হোসেন, সিকিউরিটি গার্ড জাইম (৫৫), আলী আজগর (৬০) আহত হয়। আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। মাদকবিরোধী সভা নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১০ আগস্ট ॥ নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকবিরোধী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার গুতিয়াব আগারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। মোরশেদ আলম মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেনÑ রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেনÑ হাজী শাহাবুদ্দিন মেম্বার, গফুর আলী, আলাউদ্দিন মিয়া, যাদব চন্দ্র চৌধুরী, চান মিয়া, জালাল উদ্দিন, জহির উদ্দিন, রফিকুল ইসলাম প্রমুখ। পরিবহন চালকদের প্রশিক্ষণ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে পরিবহন সেক্টরে শৃঙ্খলা রক্ষা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষ্যে পরিবহনের চালক ও হেলপারদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক বিভাগের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মঈনুল হক। অনুষ্ঠিত কর্মশালায় জেলার বিভিন্ন এলাকার প্রায় শতাধিক পরিবহনের চালক ও হেলপাররা অংশ নেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের সিনিয়র এএসপি আবদুর রশিদ, যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের উপপরিচালক একেএম শাহরিয়ার রেজা প্রমুখ।
×