ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

প্রকাশিত: ০৬:০৭, ১১ আগস্ট ২০১৭

উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১০ আগস্ট ॥ স্কুল পড়ুয়া মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম করেছে বখাটে যুবকরা। বৃহস্পতিবার সকালে সাভার মডেল থানাধীন রাজফুলবাড়িয়ার ‘শাপলা হাউজিং’ এলাকায় এ ঘটনা ঘটে। শাপলা হাউজিং এলাকার ব্যবসায়ী নওশের আলম জানান, তার মেয়ে নিপা আক্তার (১৪) সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। স্কুলে যাতায়াতের সময় তার মেয়েকে কয়েকদিন ধরে আপত্তিকর কথা বলাসহ নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল শোভাপুর এলাকার বখাটে যুবক রায়হান, রানাসহ তাদের সঙ্গীরা। বিষয়টি তাকে তার মেয়ে জানালে তিনি বৃহস্পতিবার সকালে রায়হানকে উত্ত্যক্ত করতে নিষেধ করেন। কিন্তু এর ফল হয় বিপরীত। রায়হান ও তার বন্ধুরা চাপাতি নিয়ে তার ওপর আক্রমণ চালায়। প্রাণ বাঁচাতে তিনি তখন দৌড়ে নিজের বাড়ির ভেতর ঢুকে যান। এরপর রায়হান দরজা ভেঙ্গে বাড়ির ভেতর ঢুকে তাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে এলে বখাটে যুবকরা আরও চারজনকে পিটিয়ে আহত করে। এরপর ঘরে প্রবেশ করে নগদ ১০ হাজার টাকা, মোবাইল ফোন ও একটি স্বর্ণের চেন নিয়ে বখাটেরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ৫০ লাখ টাকার চেক বিতরণ স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়ন ও সংস্কারের জন্য জেলা পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার ৫০ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। জেলা পরিষদ অডিটরিয়ামে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেনÑ জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাফর আলী, প্যানেল চেয়ারম্যান আজিম উদ্দিন মাস্টার, সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ, কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র কাজিউল ইসলাম, নাগেশ^রী পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ হোসেন ফাকু ও সাংবাদিক শফিকুল ইসলাম বেবু প্রমুখ। সভায় জানানো হয়, ২০১৬-২১৭ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় বিভিন্ন প্রতিষ্ঠান উন্নয়নের জন্য জেলা পরিষদ প্রায় দেড় কোটি টাকা বরাদ্দ পায়। এর মধ্যে এক কোটি টাকা ৮৪টি ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়। সেই বরাদ্দের মধ্যে প্রথম কিস্তির চেক বিতরণ করা হলো।
×