ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

অপহৃত যুবককে উদ্ধার দাবিতে সড়ক অবরোধ

প্রকাশিত: ০৬:০৭, ১১ আগস্ট ২০১৭

অপহৃত যুবককে উদ্ধার দাবিতে সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ অপহৃত যুবককে উদ্ধারের দাবিতে বৃহস্পতিবার সকাল ১০টায় সিলেট গোলাপগঞ্জ-জকিগঞ্জ সড়কের বৈঠিকর বাজারে ১ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা। বুধবার বিকেলে গোলাপগঞ্জে আবুল হোসেন (২৫) নামের এক যুবককে অপহরণের ঘটনা ঘটে। এ ঘটনায় আবুল হোসেনের বড় ভাই ফরহাদ আহমদ জহির বাদী হয়ে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। আবুল হোসেন উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের মৃত তছু মিয়ার পুত্র। জানা যায়, বুধবার বিকেলে গোলাপগঞ্জ বইটিকর বাজারে আবুল হোসেনকে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে কয়েকজন একটি কালো মাইক্রোবাসে করে তোলে নিয়ে যায়। তাৎক্ষণিক তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেন। কোন সন্ধান না পেয়ে তার বড় ভাই রাতে গোলাপগঞ্জ মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। শেরপুরে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১০ আগস্ট ॥ শিশু ধর্ষণ মামলার রায়ে মনির হোসেন নামে এক যুবকের যাবজ্জীবন কারাদ- এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। বৃহস্পতিবার দুপুরে শিশু আদালতের বিচারক (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) মোহাম্মদ মোছলেহ উদ্দিন আসামির উপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন। একই সঙ্গে জরিমানার অর্থ ধর্ষিতাকে প্রদানেরও নির্দেশ দেয়া হয়। উল্লেখ্য, নকলা উপজেলার পাইসকা গ্রামের দরিদ্র পরিবারের ১০ বছর বয়সী শিশু কন্যা পার্শ্ববর্তী মাওরা গ্রামে তার নানীর বাড়িতে বেড়াতে যায়। মনির হোসেন ঘটনার আগে থেকেই আত্মীয়তার সুবাদে ওই বাড়িতে অবস্থান করছিল। ২০১৫ সালের ২৬ জুন বেলা ১১টার দিকে ওই শিশু কন্যাকে বাড়িতে একা রেখে তার নানী মাঠ থেকে গরু আনতে গেলে মনির হোসেন শিশুটিকে ধর্ষণ করে। হত্যা মামলায় পিতা-পুত্রসহ ৫ জনের যাবজ্জীবন স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ অভয়নগরের দেয়াপাড়া গ্রামের এনামুল হোসেন হত্যা মামলায় পিতা-পুত্রসহ পরিবারের ৫ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদ- ও অর্থদ- দিয়েছে একটি আদালত। বৃহস্পতিবার এক রায়ে জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র বিচারক আমিনুল ইসলাম এ সাজা দেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলো অভয়নগরের দেয়াপাড়া গ্রামের আবু বক্কার মোল্লা ও তার চার ছেলে মাসুদ মোল্লা, আসাদ মোল্লা, মাহামুদ মোল্লা এবং এমদাদুল মোল্লা। জানা গেছে, ১৯৯৭ সালের ৭ আগস্ট সকালে পূর্ব শত্রুতার জের ধরে আসামিরা মরহুম আফেল মোল্লার ছেলে হাসান মোল্লাকে কুপিয়ে জখম করে আসামিরা। এ সময় তার ভাই এনামুল ঠেকাতে আসলে আসামিরা তাকে কুপিয়ে হত্যা করে। চট্টগ্রামে শিবির কর্মীকে গণধোলাই স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম সরকারী কলেজে ছাত্রশিবিরের এক কর্মীকে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছে ছাত্রলীগ। গিয়াস উদ্দিন (২৩) নামের এ শিক্ষার্থী সমাজ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। বৃহস্পতিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতারা জানান, ছাত্রলীগের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সারাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিবির উৎখাতের অভিযান চলছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার শিবিরকর্মী গিয়াসকে কলেজ হোস্টেল গেট থেকে পাকড়াও করা হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে নিশ্চিত হওয়া যায় যে, সে ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট। তারপর তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
×