ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গাইবান্ধায় পুলিশ কর্মকর্তার স্ত্রীর আত্মহত্যা

প্রকাশিত: ০৬:০৭, ১১ আগস্ট ২০১৭

গাইবান্ধায় পুলিশ কর্মকর্তার স্ত্রীর আত্মহত্যা

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১০ আগস্ট ॥ সদর থানার এসআই দেবাশীষ সাহার স্ত্রী লাবণী সাহা (২২) বৃহস্পতিবার দুপুরে পুলিশ লাইনসসংলগ্ন রাধাকৃষ্ণপুর এলাকায় ঢাকাগামী লালমনিরহাট এক্সপ্রেসের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেন। প্রায় ছয় মাস আগে দেবাশীষের সঙ্গে লাবণীর বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর তারা গাইবান্ধা শহরের মাস্টারপাড়ায় বসবাস শুরু করেন। দেবাশীষের সহকর্মী এসআই আব্দুর রউফ জানান, আত্মহত্যার কারণ বোঝা যাচ্ছে না। দেবাশীষ সকালে ডিউটিতে চলে যায়। দায়িত্ব পালনকালে দেবাশীষ জানতে পারে তার স্ত্রী ট্রেনের নিচে আত্মহত্যা করেছেন। গাইবান্ধা সদর থানার ওসি (তদন্ত) আরসেদুল হক জানান, ট্রেনের নিচে আত্মহত্যা করায় বিষয়টি রেল পুলিশ দেখছে। আমরা আমাদের সহকর্মীর স্ত্রী হিসেবে আত্মহত্যা সম্পর্কে খোঁজখবর নিচ্ছি। এদিকে লাবণীর চাচা জীবন কুমার সাহা বলেন, ইউনিভার্সিটিতে পড়ার সময় দেবাশীষের সঙ্গে একটি মেয়ের সম্পর্ক ছিল। মেয়েপক্ষ তা জানত না। পারিবারিক আলাপ-আলোচনার মাধ্যমে দেবাশীষের সঙ্গে লাবণীর বিয়ে হয়। বিয়ের কিছুদিন যাওয়ার পরই লাবণী জানতে পারে অপর একটি মেয়ের সঙ্গে দেবাশীষের সম্পর্ক রয়েছে। দেবাশীষ ওই মেয়েটিকে বিয়ে করবে বলে প্রায়ই লাবণীকে বলত। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। বৃহস্পতিবার সকালে এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হওয়ায় লাবণী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। বিএসএফের গুলিতে দুই যুবক আহত স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী দুই যুবক আহত হয়েছে। আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, বুধবার রাত ১০টার দিকে, বৃষ্টির মধ্যে গয়টাপাড়া সীমান্তের আন্তর্জাতিক সীমানা ১০৫৯নং পিলারের কাছে বাংলাদেশের ব্যবসায়ীরা অবৈধপথে কাঁটাতারের রেড়ার ওপর দিয়ে গরু পারাপার করার সময় ভারতের দিয়ারা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে উপজেলার শৌলমারী ইউনিয়নে চরেরগ্রামের আয়ুব আলী (২৫), ও হানাল (৩৫) গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হয়। পরে সঙ্গীরা আহতদের উদ্ধার করে চিকিৎসার উদ্দেশে রংপুর নিয়ে যায়।
×