ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজশাহীর ক্লিনিকে প্রসূতির মৃত্যু ॥ নার্স গ্রেফতার

প্রকাশিত: ০৬:০৬, ১১ আগস্ট ২০১৭

রাজশাহীর ক্লিনিকে প্রসূতির মৃত্যু ॥ নার্স গ্রেফতার

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পুঠিয়ায় আল মাহদী নামের একটি নামসর্বস্ব ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতি ও নবজাতকের মৃত্যুর ঘটনায় মালিকসহ সাতজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মৃত প্রসূতির স্বামী আলম সরদার বাদী হয়ে বৃহস্পতিবার সকালে থানায় এ মামলা করেন। মামলায় ক্লিনিক থেকে আটক মারুফা খাতুন নামের (২৫) এক নার্সকে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে বুধবার সন্ধ্যায় ওই ক্লিনিকে চিকিৎসক ছাড়া সিজার করতে গিয়ে প্রসূতি ও নবজাতকের মৃত্যুর ঘটনার পরপরই খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা নাহার ক্লিনিকটি সিলগালা করে দেন। সেখান থেকে আটক নার্স ছাড়া কৌশলে সবাই পালিয়ে যায়। জানা যায়, স্থানীয় এক জামায়াত নেতার তত্ত্বাবধানে আল-মাহদী ইসলামি হাসপাতালটি পরিচালনা করতেন মুনসুর রহমান নামের একজন। সেখানে কোন ডাক্তার না থাকলেও অপারেশন করাতেন ক্লিনিকের পরিচালক মুনসুর রহমান নিজেই। সর্বশেষ বুধবার বিকেলে উপজেলার ধোপাপাড়ার আলম সরদারের স্ত্রী পান্না বেগমের (২৮) প্রসব বেদনা উঠলে এক দালালের মাধ্যমে ওই ক্লিনিকে ভর্তি করেন। এরপর সন্ধ্যার দিকে রোগীর অবস্থা ভাল নয় বলে দ্রুত অপারেশন করাতে বলেন মুনসুর রহমান। পরে পান্না বেগমকে ক্লিনিকের অপারেশন টেবিলে নিয়ে যাওয়া হয়। অপারেশন টেবিলে নিয়ে যাওয়ার আধা ঘণ্টা পেরিয়ে গেলেও কোন সাড়াশব্দ না পেয়ে রোগীর স্বজনরা গিয়ে দেখেন কক্ষটি তালাবদ্ধ। ক্লিনিকের সবাই পালিয়েছে। পরে স্থানীয়দের সহযোগিতায় তালা ভেঙ্গে প্রসূতি লাশ উদ্ধার করা হয় অপারেশন টেবিল থেকে। প্রসূতির স্বামীর অভিযোগ তার স্ত্রীকে মুনসুর নিজেই অপারেশন করতে গিয়ে ভুল চিকিৎসায় মেরে ফেলেছেন। ভূমিষ্ঠ হওয়ার আগে নবজাতকও মারা যায়। ঈশ্বরদীতে ট্রেনের ধাক্কায় ব্যবসায়ী নিহত স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ঈশ্বরদী-ঢাকা রেল রুটের মুলাডুলি আব্দুল্লাহপুরে ট্রেনে কাটা পড়ে এক মুরগি ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত ব্যক্তি হলেন মুলাডুলি ফরিদপুরের মৃত বদরউদ্দিনের ছেলে জুলফিকার উদ্দিন (৬০)। ব্যবসায়ী বাবু সরদারসহ প্রত্যক্ষদর্শীরা জানান, জুলফিকার উদ্দিন মুলাডুলি থেকে রেললাইন দিয়ে হেঁটে নিজ বাড়ি আব্দুল্লাহপুর ফিরছিলেন। এ সময় পেছন থেকে ঢাকাগামী আন্তঃনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনটি তাকে ধাক্কা দিলে তিনি ট্রেনে কাটা পড়ে নিহত হন। কালিয়াকৈরে কবর খুঁড়ে ১৮ কঙ্কাল চুরি স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কালিয়াকৈরের একটি গোরস্থানের কবর খুঁড়ে ১৮ নারী-পুরুষের কঙ্কাল চুরি করে নিয়ে গেছে একটি সংঘবদ্ধ চক্র। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কবরস্থান ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাওলানা আব্দুস শুকুর আহম্মেদ ও এলাকাবাসী জানান, কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আশাপুর এবং বেনুপুর এলাকায় একটি যৌথ কবরস্থান রয়েছে। বুধবার রাতে একটি সঙ্গবন্ধ চোরের দল ওই গোরস্থানের ১৮টি কবর খুঁড়ে লাশের কঙ্কাল চুরি করে নিয়ে যায়। বৃহস্পতিবার কবরস্থানের খাদেম ও এলাকাবাসী এ ঘটনা দেখতে পায়। চুরি হওয়া কঙ্কালের মধ্যে বেশির ভাগই নারীদের। কবরস্থান থেকে কঙ্কাল চুরি হওয়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ জানায়, দুর্বৃত্তরা ওই গোরস্থানের ১৮/১৯ টি কবর খুঁড়েছে। এগুলোর মধ্যে ১১টি কবরের সব হাড়গোড় নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
×