ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খুলনায় দুলাভাইয়ের কুড়ালের কোপে শ্যালক নিহত

প্রকাশিত: ০৬:০৫, ১১ আগস্ট ২০১৭

খুলনায় দুলাভাইয়ের কুড়ালের কোপে শ্যালক নিহত

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনায় দুলাভাই অমিনুর রহমানের কুড়ালোর কোপে শ্যালক কালু খাঁ (৩৭) নিহত হয়েছেন। বুধবার রাতে তেরখাদা উপজেলার কুশলা আদর্শ গ্রামে এ হত্যাকা- ঘটে। নিহত কালু কুশলা আদর্শ গ্রামের মৃত ইদ্রিস আলী খাঁর ছেলে। ঘটনার পর থেকে ঘাতক আমিনুর রহমান পলাতক রয়েছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, খুলনার তেরখাদা উপজেলার কুশলা আদর্শ গ্রামের লুৎফর রহমান খাঁর ছেলে আমিনুর রহমান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। কাঠমিস্ত্রির কাজ করলেও সংসারের প্রতি সে ছিল উদাসীন। স্ত্রী হেলেনা বেগম স্বামী আমিনুরকে সংসারের জন্য বাজার করতে বললে সে তাকে প্রায়ই মারধর করত। গত মঙ্গলবার বাজার করতে বলায় আমিনুর তার স্ত্রীকে বেদম প্রহার করে। এতে স্ত্রী হেলেনা অভিমান করে একই গ্রামে তার ভাই কালু খাঁর বাড়িতে চলে যায়। বুধবার রাত সোয়া ১২টার দিকে আমিনুর তার স্ত্রীকে আনতে গেলে শ্যালক কালুর সঙ্গে তার তীব্র বাগ্বিত-া হয়। একপর্যায়ে উত্তেজিত আমিনুর কুড়াল দিয়ে শ্যালক কালু খাঁকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। নীলফামারীতে কৃষকের মরদেহ উদ্ধার স্টাফ রিপোর্টার, নীলফামারী থেকে জানান, হোসেন আলী (৪৫) নামের ৪ সন্তানের জনকের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত হোসেন আলী উপজেলার সদর ইউনিয়নের ঠাঠারীপাড়া গ্রামের বেঙ্গু মামুদের ছেলে। বৃহস্পতিবার দুপুরে লাশ পুলিশ উদ্ধার করে জেলা মর্গে পাঠিয়েছে। জানা যায়, প্রতিদিনের মতো বুধবার রাতে খাওয়া দাওয়া শেষে নিজ ঘরে ঘুমায় হোসেন আলী। বৃহস্পতিবার সকালে নিহতের পরিবারের পক্ষ হতে প্রতিবেশীদের জানানো হয়, রাতে নিজ ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে হোসেন আলী এবং তার স্কুল পড়ুয়া মেয়ে গলার ফাঁস কেটে বাবার লাশ ঝোলানো অবস্থায় হতে নিচে নামিয়ে এনেছে। তবে প্রতিবেশীরা লাশ তার শোয়ার ঘরে শুয়ে থাকা অবস্থায় দেখতে পায়নি। খবর পেয়ে ডোমার থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলার মর্গে পাঠিয়েছে। জামালপুরে রাজমিস্ত্রি নিজস্ব সংবাদদাতা, জামালপুর, থেকে জানান, সদর উপজেলার চরযথার্থপুর এলাকায় বৃহস্পতিবার সকালে ব্রহ্মপুত্র নদে ময়নাল হক (৩০) নামের এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। সদর থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। জানা গেছে, ময়নাল হক গত বুধবার চরযথার্থপুর গ্রামে তার শ্বশুর আলাল উদ্দিনের বাড়িতে স্ত্রী স্বপ্না আক্তারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তার বাড়ি জামালপুর সদরের আলিহারপুর গ্রামে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। চরযথার্থপুর গ্রামের লোকজন ব্রহ্মপুত্র নদে বৃহস্পতিবার ভোরে এক ব্যক্তির লাশ ভেসে থাকতে দেখেন। স্থানীয়রা লাশটি আলাল উদ্দিনের মেয়ের জামাই বলে শনাক্ত করে তার বাড়িতে জানায়। ছেলের লাশের কথা জানতে পেরে তার বাবা আবুল কাশেম ঘটনাস্থলে গিয়ে শোকাহত হন। পরে পুলিশ সকাল সাড়ে নয়টার দিকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।
×