ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঢাকার সঙ্গে উত্তরের ৯ জেলার সরাসরি সড়ক যোগাযোগ হুমকিতে

বগুড়ায় ব্রিজে ফাটল ॥ যান চলাচল ব্যাহত

প্রকাশিত: ০৬:০৫, ১১ আগস্ট ২০১৭

বগুড়ায় ব্রিজে ফাটল ॥ যান চলাচল ব্যাহত

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়া-রংপুর মহাসড়কে বগুড়ার মহাস্থান ব্রিজে ফাটলসহ দেবে যাওয়ায় রাজধানী ঢাকার সঙ্গে উত্তরের ৯ জেলার সড়ক যোগাযোগ হুমকির মুখে পড়েছে। ব্রিজটি ব্যাপক ঝুঁকির মুখে পড়ায় ইতোমধ্যে যানবাহন চলাচল সীমিত করা হয়েছে। ঢাকা থেকে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) ব্রিজ ডিজাইন ইউনিটের একটি টেকনিক্যাল টিম ক্ষতিগ্রস্ত ব্রিজটি পরিদর্শন ও করণীয় সম্পর্কে নির্দেশনা দিতে বগুড়ায় আসছে। সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, ঝুঁকিপূর্ণ থাকায় ওই স্থানে বিকল্প বেইলি ব্রিজ নির্মাণের প্রস্তুতি নেয়া হয়েছে। জাতীয় মহাসড়কে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান ব্রিজটি উত্তরের ৯ জেলার সঙ্গে সড়ক যোগাযোগের অন্যতম সংযোগ সেতু। উত্তরের সব জেলার যানবাহন এ ব্রিজের ওপর দিয়েই যাতায়াত করে থাকে। বুধবার বিকেলে আকস্মিকভাবে ৭৮ মিটারের এ ব্রিজের মাঝখানের একটি গার্ডারে ফাটল চোখে পড়ে। সড়ক বিভাগের প্রকৌশলীরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান। সেখানে যাওয়ার পর ধরা পড়ে শুধু ফাটল নয়, বহিরাংশের কিছু খসে পড়ে রড বেরিয়ে এসেছে এবং স্প্যানের কিছুটিা দেবেও গেছে। পরে ট্রাফিক ও হাইওয়ে পুলিশের কর্মকর্তারা সেখানে যান। সওজের প্রকৌশলীদের সঙ্গে কথা বলে রাতে পুলিশ ব্রিজের ওপর দিয়ে পণ্যবাহী ভারি ট্রাক চলাচল বন্ধ করে দিয়ে শিবগঞ্জের মোকামতলা থেকে যানবাহন ঘুরিয়ে শিবগঞ্জ উপজেলার ভেতর দিয়ে মহাস্থানে চলাচলের ব্যবস্থা করে। কিন্তু এতে মহাস্থান-শিবগঞ্জ সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হলে যান চলাচলে ভোগান্তি হয়। দুপুর থেকে ক্ষতিগ্রস্ত ব্রিজের ওপর দিয়ে যান চলাচল সীমিত করে একটি করে যানবাহন চলাচলের ব্যবস্থা নেয়া হয়েছে বলে ট্রাফিক বিভাগ জানিয়েছে। রংপুরের দিক থেকে আসা মালবাহী ট্রাক শিবগঞ্জের ভেতর দিয়ে (ফিডার রোড) দিয়ে বগুড়ামুখী ও ঢাকার দিক থেকে যাওয়া ভারি ও হাল্কা যানবাহন একটি একটি করে ক্ষতিগ্রস্ত ব্রিজের ওপর দিয়ে চলাচলের ব্যবস্থা নেয়া হয়েছে। এতে দুই সড়কেই মাঝে মাঝে যানজট সৃষ্টি হচ্ছে। সওজ জানায়, ওই ব্রিজের ওপর দিয়ে প্রতিদিন অন্তুত ১০ হাজার যানবাহন চলাচল করে। এত বিপুলসংখ্যক যানবাহন চলাচল অব্যাহত থাকলে যে কোন মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এ কারণে ব্রিজের ওপর দিয়ে যানবাহন চলাচল সীমিত করা হয়েছে। সওজ বগুড়ার নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান জানিয়েছেন, ১৯৫৭ সালে ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। দেশের যে ব্রিজগুলো পুরাতান তা পুনঃনির্মাণে ওয়েস্টার্ন বাংলাদেশ নামে গঠিত একটি প্রকল্পে এটি অন্তর্ভুক্ত রয়েছে। মঙ্গলবার বিকেলে ব্রিজ ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি তাদের নজরে আসার পরপরই ব্রিজটি পরিদর্শন করে এর ওপর দিয়ে যানবাহন চলাচল সীমিত করে দিয়ে বিকল্প পথে যানবাহন চলাচলের উদ্যোগ নেয়া হয়। ব্যস্ততম মহাসড়কে ব্রিজটির অবস্থান হওয়ায় তাৎক্ষণিকভাবে ঢাকায় উর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়।
×