ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কালকিনিতে সড়ক বেহাল ॥ জন দুর্ভোগ

প্রকাশিত: ০৬:০৩, ১১ আগস্ট ২০১৭

কালকিনিতে সড়ক বেহাল ॥ জন দুর্ভোগ

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, ১০ আগস্ট ॥ কালকিনি উপজেলার সাহেবরামপুর থেকে কয়ারিয়া মোল্লারহাট পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কটি নিয়ে যত ক্ষোভ ওই এলাকাবাসীর মাঝে। ওই সড়কটি সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে ক্ষতবিক্ষত অবস্থায়। এতে করে বছরের পর বছর সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাতে করেও উর্ধতন কর্তৃপক্ষের নেই কোন মাথাব্যথা। এখন প্রশ্ন এ দুর্ভোগের কি নেই কোন সমাধান। সোমবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলা এলজিডি অফিসের আওতায় রয়েছে সাহেবরামপুর-মোল্লারহাট সড়কটি। কিন্তু সংস্কার করা হচ্ছে না দীর্ঘদিন ধরে। সংস্কারের অভাবে এ সড়কটি দিয়ে এখন চলাচলে সম্পূর্ণরূপে অনুপযোগী হয়ে পড়েছে। বড়-বড় গর্ত সৃষ্টি হওয়ার কারণে ঘটছে অহরহ দুর্ঘটনা। বর্তমানে ভারি বর্ষণে আরও ভয়াবহভাবে বেহাল দশায় পরিণত হলেও এলজি অফিস কর্তৃপক্ষের নেই কোন নজরদারি। এ রাস্তাটি দিয়ে সিএনজি ও মাইক্রোবাসসহ পণ্যবাহী ট্রাক জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে আসছে। এবং ওই রাস্তাটির বেহালদশার কারণে কয়েক মাস যাবত বন্ধ হয়ে আছে বাস চলাচল। এতে করে ওই এলাকার জনসাধারণ ভোগান্তি চরম আকার ধারণ করছে। তাতে করে প্রায় সময়ই ঘটছে দুর্ঘটনা। তারপরও মানুষ বিশেষ প্রয়োজনে জীবনের ঝুঁকি নিয়ে এ সড়ক দিয়ে বাধ্য হয়ে চলাচল করতে হচ্ছে।পথচারী শহিদুল ইসলাম ও কামরুল হাসানসহ বেশ কয়েকজন ক্ষোভের সঙ্গে বলেন, যে রাস্তা দিয়ে আমরা চলাচল করেত পারি না। সে রাস্তা দিয়ে কি হবে। আমরা দিনের পর দিন দুর্ভোগ পোহাচ্ছি অথচ কর্তৃপক্ষের কোন পদক্ষেপ নেই। উপজেলা প্রকৌশলী শাহজাহান ফরাজী বলেন, শীঘ্রই আমরা সড়কটি সংস্কার করব। এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান মোঃ তৌফিকুজ্জামান শাহিন বলেন, টেন্ডার হলেই রাস্তাটি দ্রুত সংস্কার করা হবে।
×