ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সংবাদ প্রকাশের পর বৃদ্ধ মা ফিরে গেলেন স্বামীর গৃহে

প্রকাশিত: ০৬:০৩, ১১ আগস্ট ২০১৭

সংবাদ প্রকাশের পর বৃদ্ধ মা ফিরে গেলেন স্বামীর গৃহে

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ‘বৃদ্ধ মায়ের জমি লিখে নিয়ে বাড়িছাড়া করেছে নিষ্ঠুর পুত্র’ শিরোনামে গত ৯ আগস্ট দৈনিক জনকণ্ঠে সংবাদ প্রকাশের পর প্রশাসনের টনক নড়ে। বরিশালের বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের নির্দেশে অসহায় রেনুয়া বেগমকে (৭৫) খুঁজে বের করে বৃহস্পতিবার দুপুরে তার স্বামীর গৃহে উঠিয়ে দিয়েছেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ আহম্মেদ।এ সময় বৃদ্ধা রেনুয়ার পুত্র নুরুজ্জামান (৪৫) প্রশাসনের কাছে ভুল স্বীকার করে তার মায়ের কাছ থেকে জোর করে লিখে নেয়া জমি ফেরত দেয়ার অঙ্গীকার করেন। একইসঙ্গে নির্বাহী অফিসারের সামনে বসে নুরুজ্জামান ও তার স্ত্রী শাহনাজ বেগম নিজেদের দোষ স্বীকার করে অনুশোচনা প্রকাশ করে বৃদ্ধা রেনুয়া বেগমের পা জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে তাকে ঘরে তুলে নেন। একইসঙ্গে আগামী তিনদিনের মধ্যে পুরো জমি ফেরত দেয়ার অঙ্গীকার করেন। ভিমরুলের কামড়ে ছাত্রের মৃত্যু সংবাদদাতা, বেড়া, পাবনা, ১০ আগস্ট ॥ বেড়ায় ভিমরুলের কামড়ে ওবায়দুল (১০) নামের এক স্কুলছাত্র মারা গেছে। সে উপজেলার আমিনপুর থানার মাশুন্দিয়া ইউনিয়নের রূপগঞ্জ গ্রামের আব্দুল রশিদ মণ্ডলের ছেলে ও রূপগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ওবায়দুল তার বন্ধুদের সঙ্গে স্কুলে যাচ্ছিল। এ সময় তার কয়েক সহপাঠী সড়কের পাশের একটি গাছে থাকা ভিমরুলের চাকে ঢিল ছুড়ে। এ সময় কয়েকটি ভিমরুল ওবায়দুলের গায়ে হুল ফোটালে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। বাল্যবিয়ে রোধে শপথ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বাল্যবিয়ে প্রতিরোধে বাবুগঞ্জ উপজেলার ৫২টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের শপথবাক্য পাঠ করিয়েছেন উপজেলা চেয়ারম্যান এস এম খালেদ হোসেন স্বপন। বৃহস্পতিবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে বাল্যবিয়ে ও যৌন হয়রানির প্রতিরোধে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান এ শপথবাক্য পাঠ করান। এ সময় উপজেলার ৫২টি মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের প্রধান এবং বিভিন্ন ইউনিয়নের নিকাহ্ রেজিস্ট্রার উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার রায়ের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেনÑ উপজেলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসী, বিমানবন্দর থানার ওসি আনোয়ার হোসেন প্রমুখ।
×