ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অর্থমন্ত্রীকে তার বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে ॥ সিইউজে

প্রকাশিত: ০৬:০১, ১১ আগস্ট ২০১৭

অর্থমন্ত্রীকে তার বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে ॥ সিইউজে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নবম ওয়েজবোর্ডের প্রয়োজন নেই বলে অর্থমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তাতে ক্ষোভের সঞ্চার হয়েছে চট্টগ্রামের সাংবাদিকদের মধ্যে। বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে আয়োজিত এক সমাবেশ থেকে অর্থমন্ত্রীকে এ বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার দাবি জানান সাংবাদিক নেতৃবৃন্দ। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) ব্যানারে আয়োজিত এ প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, অর্থমন্ত্রীর বক্তব্য অর্থহীন। এ বক্তব্য সাংবাদিকদের মর্মাহত, হতাশ এবং ক্ষুব্ধ করেছে। তারা অবিলম্বে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার দাবি জানান। সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে যুগ্ম সম্পাদক স্বরূপ ভট্টাচার্যের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএফইউজে’র সহ-সভাপতি শহীদ উল আলম, সিইউজের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাবেক সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, টিভি ইউনিটের উপপ্রধান মাসুদুল হক, চট্টগ্রাম প্রেসক্লাবের স.ম ইব্রাহিম, অনিন্দ্য টিটো, লতিফা আনসারী রুনা, আল রহমান প্রমুখ। তারা বলেন, সাংবাদিক ও সংবাদপত্র শিল্পকে নিয়ে যে ষড়যন্ত্র চলছে তারই প্রতিফলন ঘটেছে অর্থমন্ত্রীর বক্তব্যে। গণমাধ্যম নিয়ে তিনি যে সব কথা বলেছেন তা অবিবেচনাপ্রসূত ও দুঃখজনক। বক্তারা বয়সের ভারে ন্যুব্জ অর্থমন্ত্রীকে বিশ্রামে পাঠাবার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান। অর্থমন্ত্রীর সঙ্গে সাংবাদিক নেতাদের কোন কথা থাকতে পারে না বলেও মন্তব্য করেন নেতৃবৃন্দ। ১৪ আগস্ট মার্কিন দূতাবাস বন্ধ হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষে আগামী সোমবার (১৪ আগস্ট) আমেরিকান সেন্টার, আর্চার কে. ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি, স্টুডেন্ট এ্যাডভাইজিং সেন্টার এবং কনস্যুলার সেকশনসহ মার্কিন দূতাবাসের সব অফিস বন্ধ থাকবে। খবর বাসস’র। দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন আমেরিকান নাগরিকদের জন্য জরুরী সব সেবা প্রদান করা হবে। এজন্য তারা ৫৫৬৬২০০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তাকে চাইতে পারেন।
×