ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

৩৮তম বিসিএসের জন্য ৪ লাখ প্রার্থী

প্রকাশিত: ০৬:০০, ১১ আগস্ট ২০১৭

৩৮তম বিসিএসের জন্য ৪ লাখ প্রার্থী

স্টাফ রিপোর্টার ॥ ৩৮তম বিসিএসের জন্য আবেদন করেছেন রেকর্ডসংখ্যক প্রায় চার লাখ চাকরিপ্রার্থী। তিন লাখ ৮৯ হাজার ৪৬৮ প্রার্থী আবেদন করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় আবেদন জমা দেয়ার শেষ সময় ছিল। সরকারী কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক জানিয়েছেন, আবেদনের ক্ষেত্রে এবার রেকর্ড সৃষ্টি হয়েছে। কমিশন জানিয়েছে, আবেদনের শেষ সময় পর্যন্ত ফি জমা দিয়েছেন তিন লাখ ২৭ হাজার ৭৩৫ জন। ফি জমা দেয়ার শেষ তারিখ ১৩ আগস্ট। জানা গেছে, এর আগে ৩৭তম বিসিএসে অংশ নেন দুই লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী। এতদিন পর্যন্ত ওই বিসিএসেই ছিল সবচেয়ে বেশি প্রার্থীর আবেদন। ড. মোহাম্মদ সাদিক বলেন, সরকারী চাকরির প্রতি মানুষের আস্থা ও আগ্রহ বাড়ছে। তাই এবার এত আবেদন পড়েছে। এর আগে কোন বিসিএসে এত বেশি আবেদন জমা পড়েনি। স্তন্যপায়ী প্রাণীর জীবাশ্ম প্রথমবারের মতো চীনে পাখনাওয়ালা স্তন্যপায়ী প্রাণীর ফসিল আবিষ্কার করেছেন গবেষকরা। ষোলো কোটি বছর আগে দেশটিতে এসব প্রাণী বসবাস করত। তারা মসৃণ গতিতে গাছের শাখায় শাখায় উড়ে বেড়াত। এতে প্রমাণিত হয় যে ডাইনোসরের যুগেও নানা প্রকৃতির স্তন্যপায়ী প্রাণী ছিল, যেগুলো উড়তেও পারত। বিশ্ববিখ্যাত ন্যাচার পত্রিকায় এ নিয়ে একটি নিবন্ধ প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। -বিবিসি পুঁচকে মহাকাশযান পৃথিবীকে পাঁক খাচ্ছে ৬টা ছোট্ট মহাকাশযান! দেশলাই বাক্সের থেকেও ছোট এবং চ্যাপ্টা। ওজনে আধুলির মতো! ওই ৬টা মহাকাশযান কক্ষপথে পৌঁছে পৃথিবীকে পাঁক মারা শুরু করে দিয়েছে গত ২৩ জুন থেকে। এই অভিযানের উদ্যোক্তা রুশ কোটিপতি ইউরি মিলনারের ‘ব্রেকথ্রু স্টারশট’ প্রকল্পের তরফে জানানো হয়েছে, নিউইয়র্ক আর ক্যালিফোর্নিয়ার দুটি গ্রাউন্ড স্টেশনে সিগন্যালও পাঠাতে শুরু করে দিয়েছে ওই পুঁচকে মহাকাশযানগুলো। -আনন্দবাজার পত্রিকা অনলাইন।
×