ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

১০ দফা দাবি

রাজধানীতে লাগাতার অটোরিক্সা ধর্মঘটের হুমকি

প্রকাশিত: ০৫:৫৯, ১১ আগস্ট ২০১৭

রাজধানীতে লাগাতার অটোরিক্সা ধর্মঘটের হুমকি

স্টাফ রিপোর্টার ॥ সরকারী ঘোষণা অনুযায়ী পাঁচ হাজার অটোরিক্সা নামানোসহ ১০ দফা দাবিতে আগামী ২২ আগস্ট থেকে রাজধানীতে লাগাতার অটোরিক্সা ধর্মঘটের হুমকি দিয়েছে ঢাকা সিএনজি অটোরিক্সা শ্রমিক সমন্বয় পরিষদ। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক কর্মসূচী থেকে ধর্মঘটের ঘোষণা দেয়া হয়। সংগঠনের আহ্বায়ক মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেনÑ মোহাম্মদ হানিফ খোকন, সদস্য মজিবুর রহমান মাস্টার, মোঃ ইনসুর আলী, মোঃ আজাহার আলী, সরদার মোহাম্মদ সোবহান, শেখ মোঃ জাকির হোসেন, মোঃ রমজান আলী ভুট্টু, আব্দুল মান্নান, মোঃ চাঁন মিয়া প্রমুখ। সভায় বক্তারা বলেন, ঢাকা মহানগরে চলাচলরত সিএনজি অটোরিক্সা সেক্টরে বিরাজমান নৈরাজ্য সমাধানে এবং যাত্রী সাধারণের পরিবহন সেবার মান উন্নয়নে সরকার ২০০৭ সালে মহানগরীতে বসবাসকারী থ্রি-হুইলার লাইসেন্সধারীদের অতিরিক্ত পাঁচ হাজার সিএনজি অটোরিক্সা বিতরণের সিদ্ধান্ত নেয়। এরপর এ বিষয়ে তেমন কোন অগ্রগতি নেই। বক্তারা আরও বলেন, ঢাকা মহানগরীতে চলাচলরত সিএনজি চালিত অটোরিক্সার পার্কিংয়ের জন্য আরটিসির অনুমোদনপ্রাপ্ত প্রায় ১৪৩টি পার্কিং স্ট্যান্ড আছে। এবং সিএনজি-পেট্রোল চালিত ৪-স্ট্রোক থ্রি-হুইলার সার্ভিস নীতিমালা-২০০৭’র সিএনজি চালিত অটোরিক্সার পার্কিংয়ের জন্য স্ট্যান্ডের সুস্পষ্ট বিধান থাকা সত্ত্বেও ঢাকা মেট্রোপলিটন পুলিশ সিটি কর্পোরেশন কর্তৃক স্থাপনকৃত পার্কিং স্ট্যান্ড বোর্ডসমূহ সরিয়ে নেয়। অবিলম্বে পার্কিংবোর্ড স্থাপনের জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি জোর দাবি জানান সংগঠনের নেতারা। এছাড়া গাজীপুর, নারায়ণগঞ্জ ও ঢাকা জেলার নিবন্ধনকৃত মিটারবিহীন সিএনজি চালিত অটোরিক্সা বে-আইনীভাবে পুলিশ প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতায় ঢাকা মহানগরীতে চলাচল বন্ধসহ অটোরিক্সা শ্রমিকদের ন্যায় সঙ্গত ১০ দফা দাবি আগামী ২১ আগস্টের মধ্যে মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। অন্যথায় বিকল্প ব্যবস্থা না থাকায় আগামী ২২ আগস্ট সকাল ৬টা থেকে মহানগরীতে লাগাতার অটোরিক্সা ধর্মঘট পালন করা হবে। সমাবেশ শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করা হয়। ১০ দফা দাবি দাওয়ার মধ্যে আরও রয়েছে, সরকারী আদেশ অমান্য করে ৯০০ টাকার অতিরিক্ত অটোরিক্সায় দৈনিক জমা আদায়কারী মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, গ্যারেজে সন্ধ্যাকালীন মোবাইল কোর্ট পরিচালনা, অতিরিক্ত জমা আদায়কারী মালিকদের অটোরিক্সা প্রতিস্থাপন বাতিল করে বৈধ থ্রি-হুইলার লাইসেন্সধারীদের মধ্যে বিতরণের ব্যবস্থা করা, গ্যাসের বর্ধিত মূল্য সমন্বয় করে এবং বাজার দরের সঙ্গে সঙ্গতি রেখে সিএনজি অটোরিক্সার মিটারের ভাড়ার হার এবং দৈনিক জমা পুনর্নির্ধারণের ব্যবস্থা করা, প্রাইভেট সিএনজি অটোরিক্সায় ভাড়ায় যাত্রী বহন বন্ধ করা, গাজীপুর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ ও ঢাকা জেলায় নিবন্ধনকৃত সিএনজি চালিত অটোরিক্সা ঢাকা মহানগরীতে চলাচল বন্ধ এবং স্থায়ী ডাম্পিংয়ের ব্যবস্থা করা। এছাড়াও অন্যান্য দাবি দাওয়ার মধ্যে রয়েছে, মোটরযান আইন অমান্য করে আমদানিকারী প্রতিষ্ঠান কর্তৃক নিবন্ধন বিহীন অটোরিক্সা বিক্রির টাকা ক্রেতাকে ফেরত দেয়া, দুর্ঘটনার অজুহাতে মহাসড়কে সিএনজি অটোরিক্সা চলাচল বন্ধের আদেশ প্রত্যাহার করা, ক্ষুদ্র পুঁজির মালিকদের জীবিকা নির্বাহে মহাসড়কে সিএনজি অটোরিক্সা চলাচলের ব্যবস্থা করা, উবার, রাইডার ও চল নামে প্রাইভেটকারের ঢাকা মহানগরীতে বাণিজ্যিক চলাচল বন্ধ করা, অটোরিক্সা চুরি, ছিনতাই ও চালক হত্যা বন্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ, সিএনজি চালিত অটোরিক্সা চুরি, ছিনতাই কালে নিহত বা আহত চালকদের যথোপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা, সিএনজি চালিত অটোরিক্সা চুরি হলে থানায় মামলা না করে চোরের সঙ্গে সমঝোতা করে টাকার বিনিময়ে অটোরিক্সা ফেরত আনা মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।
×