ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিদেশে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের স্বাস্থ্য বীমার ফি পরিশোধের সুযোগ

প্রকাশিত: ০৫:৫৮, ১১ আগস্ট ২০১৭

বিদেশে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের স্বাস্থ্য বীমার ফি পরিশোধের সুযোগ

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিদেশী উচ্চশিক্ষায় গমনেচ্ছু শিক্ষার্থীদের শিক্ষাব্যয়ের সঙ্গে স্বাস্থ্য বীমার ফি পরিশোধের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। যেসব বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে এ ধরনের ফি পরিশোধের বাধ্যবাধকতা রয়েছে, শুধু সেসব বিশ্ববিদ্যালয়েই পাঠানো যাবে। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে। কেন্দ্রীয় ব্যাংকের উপমহাব্যবস্থাপক মোঃ আবদুল মান্নান স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়েছে, বিদেশে উচ্চশিক্ষায় ভর্তিতে অনেক সময় মেডিক্যাল ইন্স্যুরেন্স (স্বাস্থ্য বীমা) বাবদ ফি প্রেরণের পূর্বশর্ত দেয়া হয়ে থাকে। কিন্তু এতদিন এই শিরোনামে অর্থ পাঠানো যেত না। তাই এখন থেকে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো বিদেশে ভর্তিচ্ছু শিক্ষার্থীর শিক্ষাব্যয়ের সঙ্গে স্বাস্থ্য বীমার ফিও প্রেরণ করতে পারবে। তবে যেসব বিদেশী প্রতিষ্ঠান স্বাস্থ্য বীমা পাঠানো বাধ্যতামূলক করেছে, শুধু তাদের অনুকূলে পাঠানো যাবে। সে ক্ষেত্রে ব্যাংককে প্রয়োজনীয় প্রমাণাদি সংরক্ষণ করতে বলা হয়েছে। এছাড়া বিদেশী ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অন্যান্য শর্ত অপরিবর্তিত রাখা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা যায়, বিদেশে পড়ালেখার ব্যয় ছাড়া শিক্ষার্থীরা ট্রানজিট ব্যয় বাবদ বছরে ৫০০ ডলার খরচ করতে পারেন। দেশে ইন্টারনেট ব্যবহারকারী ৭ কোটি ৩৩ লাখ অর্থনৈতিক রিপোর্টার ॥ বর্তমানে দেশে ৭ কোটি ৩৩ লাখ ৪৭ ব্যবহারকারী ইন্টারনেট ব্যবহার করছেন। বৃহস্পতিবার টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির ওয়েবসাইটে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রকাশ করা হয়। এর মধ্যে ৬ কোটি ৮৬ লাখ ৫০ হাজার গ্রাহক মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন। এছাড়া ৪৬ লাখ ২২ হাজার গ্রাহক আইএসপি ও পিএসটিএনের এবং ৭৫ হাজার রয়েছেন ওয়াইম্যাক্স ইন্টারনেট। বিটিআরসির হিসাব মতে দেশের মোট মোবাইল গ্রাহকের সংখ্যা ১৩ কোটি ৫৯ লাখ ৮২ হাজার। এর মধ্যে ৬ কোটি ১৫ লাখ ৭৯ হাজার গ্রাহক নিয়ে শীর্ষে রয়েছে গ্রামীণফোন। ৩ কোটি ৯৫ লাখ ৭০ হাজার গ্রাহক দ্বিতীয় অবস্থানে রয়েছে রবি। বাংলালিংকের গ্রাহক ৩ কোটি ১৫ লাখ ৭২ হাজার। সিলেটে ইলেকট্রনিক্স সিটি হচ্ছে অর্থনৈতিক রিপোর্টার ॥ ২০২১ সাল নাগাদ তথ্যপ্রযুক্তি খাতে দেশে ২০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থানের লক্ষ্যকে সামনে রেখে সিলেটের কোম্পানীগঞ্জে নির্মিত হচ্ছেÑ দেশের প্রথম ইলেকট্রনিক্স সিটি। তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান, এ প্রকল্পের মাধ্যমে মূলত হার্ডওয়্যার শিল্প গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য। ২০১৮ সালে প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ শেষ হলে ৫০ হাজার কর্মসংস্থানের ব্যবস্থা হবে বলে আশা কর্তৃপক্ষের।
×