ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

থাইল্যান্ডের সঙ্গে বাংলাদেশের চুক্তি স্বাক্ষর

প্রতি বছর ১০ লাখ টন চাল আমদানি

প্রকাশিত: ০৫:৫৬, ১১ আগস্ট ২০১৭

প্রতি বছর ১০ লাখ টন চাল আমদানি

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের চাহিদা অনুযায়ী থাইল্যান্ড থেকে প্রতিবছর সর্বোচ্চ ১০ লাখ টন চাল আমদানি করতে একটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ সরকার। বৃহস্পতিবার হোটেল সোনাগাঁওয়ে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে চতুর্থ জয়েন্ট ট্রেড কমিটির (জেটিসি) দ্বিতীয়দিনের সভায় এ চুক্তি সই হয়। আগামী ২০২১ সাল পর্যন্ত বাংলাদেশ দেশটি থেকে এ চাল আমদানি করতে পারবে। বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করেছেন খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম এবং থাইল্যান্ডের পক্ষে দেশটির বাণিজ্যমন্ত্রী আপিয়ার্দি থানথ্রাপম। এ সময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ উপস্থিত ছিলেন। থাইল্যান্ডের সঙ্গে এ চুক্তি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ প্রতিবছর সাড়ে তিন কোটি মেট্রিক টন চাল উৎপাদনে সক্ষম। কিন্তু দেশে চাহিদা আছে ২ কোটি ৭০ লাখ টন। বাকি চাল রফতানি শুরু করেছিলাম। কিন্তু এ বছর বন্যায় আমাদের ধান উৎপাদনের বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে কিছু চাল আমদানি করতেই হচ্ছে। ইতোমধ্যে ভিয়েতনাম থেকে চাল আমদানি করেছি। এবার থাইল্যান্ড থেকে চাল আমদানির চুক্তি করলাম।’ কতদিন এভাবে চাল আমদানি করা হবে? বা যে বছর ধান নষ্ট হবে না সে বছরও চাল আমদানি করার প্রয়োজন আছে কিনা? প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘না, প্রতিবছর চাল আমদানি করার প্রয়োজন নেই। তবে প্রয়োজন হলে আমদানি করা হবে। প্রয়োজন না হলে করব না। অর্থাৎ প্রয়োজন অনুযায়ী থাইল্যান্ড থেকে চাল আমদানি করা হবে।’ আমদানিতে চালের দাম কিভাবে নির্ধারণ করবেন? প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, ‘দুই দেশের মধ্যে আলাপ-আলোচানার মাধ্যমে দাম নির্ধারণ করা হবে। এছাড়া আন্তর্জাতিক বাজারে চালের দাম পর্যবেক্ষণ করা হবে। ’ কেসিসির ৪৪০ কোটি ৭৯ লাখ ৮৮ হাজার টাকার বাজেট ঘোষণা স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ২০১৭-১৮ অর্থবছরে জন্য ৪৪০ কোটি ৭৯ লাখ ৮৮ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। কেসিসির মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন। প্রস্তাবিত বাজেটে রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১৫৫ কোটি ১৩ হাজার টাকা এবং সরকারী অনুদান ও বৈদেশিক সাহায্যপুষ্ট উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ২৮৫ কোটি ৭৯ লাখ ৭৫ হাজার টাকা। একই সঙ্গে মেয়র জানান, ২০১৬-১৭ অর্থবছরের সংশোধিত বাজেটের আকার দাঁড়িয়েছে ২৬৪ কোটি ৫২ লাখ ৪৭ হাজার টাকা। গত অর্থবছরের বাজেটের লক্ষ্যমাত্রা ছিল ৪৬৭ কোটি ৮৪ লাখ ৮৬ হাজার টাকা। কেসিসির অর্থ ও সংস্থাপনবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর শেখ মোঃ গাউসুল আজমের সভাপতিত্বে বাজেট ঘোষণা অনুষ্ঠানে কেসিসির প্যানেল মেয়র, কাউন্সিলর, কেসিসির উর্ধতন কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
×