ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

২০১৮ সালেই চালু হবে হোটেল ইন্টার কন্টিনেন্টাল

প্রকাশিত: ০৫:৫৫, ১১ আগস্ট ২০১৭

২০১৮ সালেই চালু হবে হোটেল ইন্টার কন্টিনেন্টাল

আগামী বছরের মধ্যেই বাণিজ্যিকভাবে চালু হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি বিডি সার্ভিসেস লিমিটেডের মালিকানাধীন হোটেল ‘ইন্টার কন্টিনেন্টাল ঢাকা’। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রমতে, হোটেল পুনঃনির্মাণের কাজ শেষ করার পাশাপাশি পরীক্ষাগার, কমিশন, ব্যালান্সিং এবং সার্টিফিকেশনের সব যন্ত্রপাতি স্থাপন সম্পন্ন করার পর ২০১৮ সালের শুরুতে ‘ইন্টার কন্টিনেন্টাল ঢাকা’ বাণিজ্যিকভাবে চালু হবে। উল্লেখ্য, রাজধানীর রূপসী বাংলা হোটেল নতুনভাবে ‘ইন্টার কন্টিনেন্টাল ঢাকা’ নামে যাত্রা শুরু করবে। বিডি সার্ভিসেসের মালিকানাধীন হোটেলটি ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে নতুনরূপে মেরামতের কাজ শুরু হয়। হোটেলের কাজ শেষ করতে ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত সময় ছিল। কিন্তু ওই সময়ে কাজ সম্পন্ন করতে না পারায় ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত সময় নেয় কোম্পানিটি। -অর্থনৈতিক রিপোর্টার ডেল্টা লাইফের প্রত্যেক পরিচালককে জরিমানা পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র ও মনোনীত ব্যক্তি ছাড়া) দুই লাখ টাকা করে জরিমানা করেছে বিএসইসি। আইন ভঙ্গের দায়ে কোম্পানির পরিচালকদের এ জরিমানা করা হয়। বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে এমন তথ্য জানা গেছে। কোম্পানিটি ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়ে মাত্র তিন লাখ ৩১ হাজার ৫০০ শেয়ার কেনে। এতে কোম্পানিটি সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন বিধিমালা ২০০২-এর বিধি ৭ পরিপালন করেনি। কোম্পানিটি শেয়ার কেনার ঘোষণা দিয়ে সম্পূর্ণ শেয়ার না কেনায় সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ অর্ডিন্যান্স ১৯৬৯-এর ধারা ১৮ ভঙ্গ করেছে, যা মিথ্যা তথ্যের শামিল। এ পরিমাণ শেয়ার বিক্রির ঘোষণা দেয়ায় কোম্পানির শেয়ারদর ১৫ শতাংশ বেড়ে যায়। এতে অন্য বিনিয়োগকারীরা শেয়ার কিনতে উৎসাহিত হন। এর ফলে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ অর্ডিন্যান্স ১৯৬৯-এর ধারা ১৭ ভঙ্গ করে। -অর্থনৈতিক রিপোর্টার
×