ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কিউবা-ওয়াশিংটন পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার

প্রকাশিত: ০৫:৫২, ১১ আগস্ট ২০১৭

কিউবা-ওয়াশিংটন পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার

কিউবা অস্পষ্ট অজানা রোগের জন্য মার্কিন দূতাবাসের কিছু সংখ্যক কর্মকর্তাকে হাভানা ত্যাগের নির্দেশ দেয়ার পর ওয়াশিংটন কিউবার ২ কূটনীতিবিদকে বহিষ্কার করেছে। মার্কিন পররাষ্ট্র দফতর বুধবার এ কথা বলেছে। এএফপি। মেডিক্যাল রিপোর্টে রোগ অস্তিত্বের বিষয়টি প্রথম প্রকাশ পায় গত বছর। পররাষ্ট্র দফতরের মুখপাত্র হিদার নুয়েট এক ব্রিটিংয়ে বলেন, কিউবার কূটনীতিবিদদের তাদের দূতাবাস ত্যাগের নির্দেশ দেয়া হয় ২৩ মে। কতজন আমেরিকানকে মেডিক্যাল কারণে হাভানা ত্যাগের নির্দেশ দেয়া হয় সে ব্যাপারে সুনির্দিষ্ট করে কিছু বলেননি নুয়েট। তিনি বলেন, ২০১৬ সালের শেষদিকে আমরা প্রথম এক রিপোর্টে ঘটনা জানতে পারি। রিপোর্টে বলা হয়, হাভানায়, আমাদের দূতাবাসে কর্মরত কয়েকজন কর্মকর্তাকে কিছু স্বাস্থ্যগত কারণে কিউবা, ত্যাগের নির্দেশ দেয়া হয়। ওই রিপোর্টের উৎস সম্পর্কে বা ঘটনা কী হতে পারে সে ব্যাপারে সুনির্দিষ্ট কোন জবাব নেই আমাদের কাছে। তিনি বলেন, ফলস্বরূপ কয়েকজন আমেরিকানকে ফেরত আনতে হয়েছিল আমাদের বা তারা দেশে চলে আসতে চেয়েছিলেন। পরিণতিতে আমরা দুই কিউবানকে যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ দেই এবং তারা যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন। কিউবা সরকার বুধবার রিপোর্টটি নিশ্চিত করে বলেছে, তারা তাদের কর্মকর্তাদের বহিষ্কারের প্রতিবাদ জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে প্রায় অর্ধশতাব্দী ধরে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন থাকার পর ২০১৫ সালে এ সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত হয়।
×