ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মোবাইল চুরির অভিযোগে গাছে ঝুলিয়ে শিশুকে নির্যাতন

প্রকাশিত: ০৫:৪৬, ১১ আগস্ট ২০১৭

মোবাইল চুরির অভিযোগে গাছে ঝুলিয়ে শিশুকে নির্যাতন

বিডিনিউজ ॥ মোবাইল চুরির অভিযোগে কুষ্টিয়ার কুমারখালীতে এক শিশুকে আম গাছে ঝুলিয়ে নির্যাতন করা হয়েছে। উপজেলার ছেঁউড়িয়ার চরম-লপাড়া এলাকায় বুধবার বিকালে এ ঘটনা ঘটে বলে কুমারখালী থানার ওসি আবদুল খালেক জানান। হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার তাপস কুমার সরকার জানান, নির্যাতিত শিশুটিকে কুষ্টিয়া সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তিনি বলেন, “সন্ধ্যায় ৭/৮ বছরের ওই বাচ্চাকে নিয়ে এসেছিল। জরুরী বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ছেড়ে দেয়া হয়েছে।” স্থানীয় ইউপি সদস্য নূর মোহাম্মদ বলেন, ৪/৫দিন আগে চরম-লপাড়া এলাকার রূপালী নামে এক নারীর মোবাইল ফোন চুরি হয়। ওই ঘটনায় তারা সাত বছরের জুয়েলকে সন্দেহ করে। “এর জেরে এলাকার প্রভাবশালী তানজিল ও মীর আক্কাস ওরফে মিরু বুধবার বেলা ৩টার দিকে ছেলেটিকে বাড়ি থেকে তুলে নেয়। পরে তানজিলের শ্বশুরবাড়ির সামনে আমগাছে ঝুলিয়ে মারধর করে।” সন্ধ্যায় স্থানীয়রা ওই শিশুকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যায় বলে জানান এ ইউপি সদস্য। কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার মেহেদি হাসান জানান, ছেলেটির ভাই বাদী হয়ে বুধবার রাতে তিনজনকে আসামি করে একটি মামলা করেছে। মামলার পর পুলিশ দুই আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে জানিয়ে তিনি বলেন, অপরজনকেও গ্রেফতারের চেষ্টা চলছে।
×