ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জনগণকে আন্দোলনে না পেয়ে চক্রান্তে বিএনপি ॥ কাদের

প্রকাশিত: ০৫:৪৬, ১১ আগস্ট ২০১৭

জনগণকে আন্দোলনে না পেয়ে চক্রান্তে বিএনপি ॥ কাদের

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১০ আগস্ট ॥ জনগণকে আন্দোলনে না পেয়ে তাদের যে ব্যর্থতা সেই ব্যর্থতাকে এখন তারা চক্রান্তে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন সড়ক যোগাযোগ ও সেতু পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাঞ্চন সেতুর টোলপ্লাজা বিআরটিএ পরিচালিত মোবাইল কোর্ট অভিযান পরিদর্শন করতে এসে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, একটা ভাল নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ একটা ভাল নির্বাচন আমরা উপহার দেব। সবার অংশগ্রহণে একটা ভাল নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। বিএনপিকে অহেতুক এসব রঙিন স্বপ্ন না দেখে নির্বাচনের পথে আসার জন্য, নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানাব। এ সরকারের উন্নয়নে, অর্জনে দেশের মানুষ খুশি। তারা বুঝতে পেরেছে নির্বাচনে তারা জয়ী হতে পারবেনা আর এ চিন্তায় তারা কখনও আদালত, কখনও বিদেশীরা তাদের ক্ষমতায় বসাবে এ স্বপ্ন দেখছে, এ স্বপ্ন তাদের শীঘ্রই চুপসে যাবে। নিজ দলের বিষয়ে তিনি বলেন, দলের মনোনয়ন পেতে সকলের মধ্যে প্রতিযোগিতা থাকবে। আমাদের সকলের মার্কা নৌকা, দলের সকল সমস্যা সমাধানের কাজ চলছে। একটি বড় দলে কাজ করলে সকলেরই মনোনয়ন পাবার স্বপ্ন থাকবে কিন্তু মনোনয়ন দেয়ার পর সবাই একসঙ্গেই কাজ করবে। কোরবানির ঈদ সামনে রেখে মন্ত্রী বলেন, ঈদের কোরবানির পশু পরিবহন একটা আলাদা চাপ। এবারের ঈদে কোরবানির পশুর কোন হাট মহাসড়কের উপর বা পাশে গরুর হাট বসবেনা এটাই আমাদের সিদ্ধান্ত। বাংলাদেশের কোন জেলায়ই মহাসড়কে বা পাশে গরুর হাট বসানো যাবেনা এবং আনফিট কোন গাড়িতে কোরবানির পশু বহন করার বিষয়ে আমাদের নিষেধাজ্ঞা আছে কারণ আনফিট গাড়ি পশু পরিবহন করলে এসব পথে বিকল হয়ে যায়। ফলে পথে লম্বা যানজটের সৃষ্টি হয়। এছাড়া গত ১৬ তারিখ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা এ অভিযান পরিচালিত করছি, আজকেও যশোর খুলনাসহ বিভিন্ন জেলায় এ অভিযান পরিচালিত হচ্ছে। যতদিন পর্যন্ত বাম্পার সংযোজন করা থাকবে ততদিন আমরা এ অভিযান পরিচালিত করব। বিআরটিএ মোবাইল কোর্ট থাকবে, আজকেও কয়েকটি গাড়ির বিরুদ্ধে মামলা হয়েছে।
×