ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জিজ্ঞাসাবাদ শেষে মুক্তি

কাশিমপুর কারা কমপ্লেক্সে কপ্টার অবতরণ, সন্তানসহ বিদেশী দম্পতি আটক

প্রকাশিত: ০৫:৪৬, ১১ আগস্ট ২০১৭

কাশিমপুর কারা কমপ্লেক্সে কপ্টার অবতরণ, সন্তানসহ বিদেশী দম্পতি আটক

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারা কমপ্লেক্সের অভ্যন্তরে বিদেশী কয়েক নাগরিককে নিয়ে একটি বেসরকারী হেলিকপ্টার বৃহস্পতিবার হঠাৎ অবতরণ করেছে। এ নিয়ে ওই কমপ্লেক্সের চারটি কেন্দ্রীয় কারাগারসহ বিভিন্ন মহলে তোলপাড় শুরু হয়েছে। কারারক্ষীরা এ ঘটনায় হেলিকপ্টার আরোহী মালয়েশিয়ার এক মহিলা নাগরিক, তার স্বামী বাংলাদেশী বশোদ্ভূত মালয়েশিয়ার নাগরিক এবং তাদের তিন সন্তানকে আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেয়া হয়েছে। তারা হলো মালয়েশীয় স্ত্রী হাসনা আরা বিনতি, তার স্বামী কুমিল্লার হোমনা এলাকায় জন্মগ্রহণকারী মালয়েশিয়ার নাগরিক বিল্লাল হোসেন (৫০), তাদের দুই বছরের ও আট বছরের দুই মেয়ে এবং পাঁচ বছরের এক ছেলে সন্তান। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার সুব্রত কুমার বণিক জানান, কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আকাশে চক্কর দিয়ে একটি বেসরকারী হেলিকপ্টর মালয়েশিয়ার কয়েক নাগরিককে নিয়ে কারা চত্বর এলাকায় আরপি গেটের পাশে কারাস্কুল মাঠে আচমকা অবতরণ করে। কোন কিছু বুঝে ওঠার আগেই যাত্রীদের নামিয়ে দিয়ে হেলিকপ্টারটি দ্রুত উড়ে চলে যায়। পরে কারারক্ষীরা হেলিকপ্টারের আরোহী মালয়েশীয় দম্পতি ও তাদের তিন শিশু সন্তানকে জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদ শেষে কারা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দুপুর দেড়টার দিকে তাদের ছেড়ে দেয়া হয়। জিজ্ঞাসাবাদে আটককৃতরা কারাকর্মকর্তাদের জানায়, কুমিল্লার হোমনা এলাকায় জন্মগ্রহণ করেন বিল্লাল হোসেন। তিনি দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় বসবাস করছেন। সেখানে নাগরিকত্ব পাওয়ার পর বিল্লাল হোসেন সেদেশের এক নারী হাসনা আরা বিনতিকে বিয়ে করেন। তাদের তিন সন্তান রয়েছে। সম্প্রতি সপরিবারে বাংলাদেশে বেড়াতে আসেন বিল্লাল হোসেন। স্ত্রী-সন্তানদের নিয়ে বিল্লাল হোসেন গাজীপুরের কোনাবাড়ির আমবাগ কুদ্দুসনগর এলাকায় এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। তারা মেঘনা কোম্পানি থেকে ভাড়া করা একটি হেলিকপ্টারযোগে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা থেকে রওনা হন। কিন্তু পাইলট ভুল করে কোনাবাড়ি কুদ্দুসনগর স্কুলের পরিবর্তে কাশিমপুর কারা কমপ্লেক্সে অবতরণ করে এবং তাদের নামিয়ে দিয়ে চলে যায়। পরে কারারক্ষীরা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে।
×