ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইউনানী চিকিৎসক পুত্রের তৈরি ওষুধ খেয়ে মায়ের মৃত্যু

প্রকাশিত: ০৫:৩৮, ১১ আগস্ট ২০১৭

ইউনানী চিকিৎসক পুত্রের তৈরি ওষুধ খেয়ে মায়ের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ ইউনানী আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ডাক্তারি পাস করার পর ফর্মুলা অনুযায়ী চিকিৎসক ছেলের তৈরি ওষুধ খেয়ে ফয়জুন্নেছা (৬২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আর চিকিৎসক তানজিমুল হক সুমন নিজেও সেই ওষুধ খেয়ে হাসপাতালে এখন মৃত্যুর সঙ্গে লড়ছেন। নিহত ফয়জুন্নেছা তার ছেলেকে নিয়ে মিরপুর ১৪ গভর্নমেন্ট স্টাফ কোয়ার্টারে থাকতেন। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, চিকিৎসক সুমন ও তার বয়োবৃদ্ধ মা ফয়জুন্নেছার পেট ব্যথা ছিল। নিহতের স্বজনের বরাত দিয়ে এসআই বাচ্চু মিয়া জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে মিরপুর স্টাফ কোয়ার্টারের বাসায় পেট ব্যথা সহ্য করতে না পেরে চিকিৎসক সুমন নিজেই ওষুধ তৈরি করেন। পরে নিজেও ওই ওষুধ খান, মাকেও খাওয়ান। এরপরই তারা আরও বেশি অসুস্থ হয়ে পড়েন। এক পর্যায়ে দু’জনই অচেতন হয়ে পড়েন। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বড়ভাই তানজিরুল্লাহ তার ভাই সুমন ও বয়োবৃদ্ধ মাকে উদ্ধার করে সন্ধ্যার ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক ফয়জুন্নেছাকে মৃত ঘোষণা করেন। আর চিকিৎসক সুমনকে পাকস্থলী ওয়াশ করে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, সুমনের অবস্থা আশঙ্কাজনক।
×