ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নোয়াখালীতে গরুচোর সন্দেহে চারজনকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০৫:৩৬, ১১ আগস্ট ২০১৭

নোয়াখালীতে গরুচোর সন্দেহে চারজনকে পিটিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ১০ আগস্ট ॥ নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় গরু চোর সন্দেহে ছয়জনকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুইজন। তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বুধবার রাত আড়াইটার দিকে উপজেলার চরজুবিলী ইউনিয়নের কচ্ছপিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ক্ষুব্ধ জনতা সন্দেহভাজনদের বহনকারী একটি পিকআপে আগুন ধরিয়ে দেয়। নিহতদের মধ্যে জাকির হোসেন (২৮) নামে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। সে উপজেলার চরআমান উল্যাহ্ ইউনিয়নের কাটাবুনিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে। অপর তিনজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। আহতদের একজন হেলাল উদ্দিন (২২)। সে চরজুবিলী ইউনিয়নের চরজুবিলী গ্রামের বেলাল হোসেনের ছেলে। অপরজনও একই গ্রামের আবদুল হামিদের ছেলে জাহাঙ্গীর আলম (৩০)। উপজেলার চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নিজাম উদ্দিন গণপিটুনিতে চারজন নিহত ও দুজন আহত হওয়ার কথা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে বৃহস্পতিবার ভোরের দিকে ঘটনাস্থল থেকে নিহত চারজনের লাশ ও আহত দুইজনকে উদ্ধার করা হয়। পরে আহতদের সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। নিহত চারজনের মরদেহ সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য বৃহস্পতিবার দুপুরের দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এছাড়া ক্ষুব্ধ জনতার আগুন দেয়া পিকআপটিও জব্ধ করা হয়েছে। ওসি আরও বলেন, আহতদের আটক দেখানো হয়েছে। চুরির চেষ্টার মামলায় তাদের আসামি করে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি। ওসি নিজাম জানান, এ বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হলে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জহিরুল ইসলাম ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নবজৈতি খীসা। এদিকে স্থানীয় একাধিক ব্যক্তির ভাষ্য, বুধবার রাত আড়াইটার দিকে একটি পিকআপ ভ্যান নিয়ে কয়েকজন ব্যক্তি চরজুবলীর উত্তর কচ্ছপিয়া গ্রামে ঢুকলে লোকজন চারদিক থেকে তাদের ঘেরাও করে। এ সময় পিকআপ থেকে নেমে তারা পালানোর চেষ্টা করলে লোকজন তাদের ধাওয়া করে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়। স্থানীয় সূত্র জানায়, কোরবানির ঈদকে সামনে রেখে গত কয়েকদিন সুবর্ণচরের বিভিন্ন এলাকায় গরু চুরি বেড়ে গেছে। গত ১৫ দিনে চরজুবিলী ও চরজব্বার ইউনিয়ন থেকে অন্তত ২০টি গরু চুরি হয়েছে। চোরের দল ট্রাক ও পিকআপ নিয়ে রাতের আঁধারে এসে গরু চুরি করে। চুরির ঘটনা বেড়ে যাওয়ায় বিভিন্ন এলাকায় স্থানীয়রা পাহারা বসিয়ে ওই চারজনকে ধরে গণপিটুনি দিয়ে মেরে ফেলে। একই সময় ঘটনাস্থল থেকে কিছুটা দূরের এলাকা থেকে আরও অপরিচিত দুজনকে আটক করে চোর সন্দেহে গণপিটুনি দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় ক্ষুব্ধ লোকজন একটি পিকআপ ভ্যান ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয়। জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জহিরুল ইসলাম বলেন, খবর পেয়ে তিনিসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ‘গরু চোর’ সন্দেহে স্থানীয় লোকজন চারজনকে গণপিটুনি দিলে তারা ঘটনাস্থলেই মারা গেছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছে। ঘটনার বিষয়ে পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
×