ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রীর কাছে তিনটি তহবিলের জন্য চেক হস্তান্তর

প্রকাশিত: ০৫:৩৬, ১১ আগস্ট ২০১৭

প্রধানমন্ত্রীর কাছে তিনটি তহবিলের জন্য চেক হস্তান্তর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশকে একটি মর্যাদাশীল জাতিতে পরিণত করতে সরকারী ও সমবায় খাতকে একযোগে কাজ করা উচিত। ‘বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসারস এ্যাসোসিয়েশন’ (বিআইপিপিএ)-এর সভাপতি সামিট পাওয়ারের মোঃ লতিফ খানের নেতৃত্বে সংগঠনটির একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তার কার্যালয়ে তিনটি প্রতিষ্ঠানের জন্য অনুদানের চেক হস্তান্তর করতে গেলে তিনি একথা বলেন। খবর বাসসর প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট ফান্ডে এই অনুদান দেয়া হয়। অনুদানের চেক প্রদানের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন। প্রেস সচিব জানান, প্রতিনিয়ত বিদ্যুতের চাহিদা বাড়ছে বিধায় প্রধানমন্ত্রী বিদ্যুত উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। শেখ হাসিনা বলেন, তার সরকার প্রথমবারের মতো বেসরকারী খাতে বিদ্যুত কেন্দ্র নির্মাণ ও দেশে বিদ্যুত সঞ্চালনের অনুমতি দিয়েছে এবং বৈদ্যুতিক জেনারেটর আমদানির ওপর থেকে কর প্রত্যাহার করেছে। শেখ হাসিনা আরও বলেন, তার সরকারের অর্থনৈতিক পরিকল্পনার লক্ষ্য গ্রামভিত্তিক উন্নয়ন নিশ্চিত করা। এর প্রেক্ষিতে বিআইপিপিএ নেতৃবৃন্দ বিদ্যুত খাতে বিনিয়োগে তাদেরকে উৎসাহিত করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। এ সময় প্রধানমন্ত্রীর বিদ্যুত ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, বিদ্যুত ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব সুরাইয়া বেগম উপস্থিত ছিলেন। এদিকে, বাংলাদেশ ইন্সু্যুরেন্স এ্যাসোসিয়েশনের (বিআইএ)-সভাপতি শেখ কবির হোসেনের নেতৃত্বে সংগঠনটির একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট ফান্ডের জন্য একটি অনুদানের চেক প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেছে। এ সময় বিআইএর সহসভাপতি অধ্যাপক রুবিনা হামিদ, একেএম মনিরুল হক, নির্বাহী কমিটির সদস্য মোজাফফর হোসেন পল্টু, নূরুল আলম চৌধুরী, নাসিরউদ্দিন আহমদ এবং নীশিথ কুমার সরকার উপস্থিত ছিলেন।
×